ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
সাংবাদিক নুরুল কবির ও প্রফেসর আসিফ মিজানের সৌজন্য সাক্ষাৎ মৌলভীবাজারের টেন্ডার নিয়ন্ত্রণ, কাজ না করে বিল উত্তোলন উপ-সহকারী প্রকৌশলীর কমলগঞ্জে ভারতীয় শাড়িসহ সিএনজি আটক দাকোপে ইঁদুর দমন অভিযানে আলোচনা সভা বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়ে গেল, মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা বাংলাদেশের নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের আগমন, হাথুরুসিংহের বিদায় নতুন আইপ্যাড মিনি বাজারে আনার ঘোষণা দিল অ্যাপল ৮ টি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ প্রধান বিচারপতির শেখ হাসিনার নাম সম্বলিত প্রতিষ্ঠানগুলো শহীদদের নামে করার দাবি করলেন জয়নুল আবদীন ফারুক
সংবাদ শিরোনামঃ
মৌলভীবাজারের টেন্ডার নিয়ন্ত্রণ, কাজ না করে বিল উত্তোলন উপ-সহকারী প্রকৌশলীর দুদকের জালে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অবশেষে দুর্নীতিপরায়ন স্থানীয় সরকার সচিব আবু হেনা মোর্শেদ জামান ওএসডি যশোরে পশুর হাটে চলছে লুটপাট, ইউএনও-র নামে মিথ্যা বিজ্ঞাপন তাকসিম সিন্ডিকেটের সুবিধাভোগীরা এখনো বহাল তবিয়তে শ্রীমঙ্গলে ইউপি সদস্যের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল আত্মসাতের অভিযোগ পাবনায় সাবেক ২ মেয়র ও কাউন্সিলরসহ ১৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার মেয়র আতিকের এপিএস ফরিদের দুর্নীতির শত শত কোটি টাকা তার মালিকানা নগদ ডিস্ট্রিবিউশন এফ আর ট্রেড ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে

ব্যাটিং ব্যর্থতায় ২১ রানে হারলো জ্যোতিরা

রানআউটের আফসোসে ভেঙে পড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

জয় দিয়ে আসর শুরু করা বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হার দেখলো। যদিও ম্যাচটি নিজেদের আয়ত্ত্বে ছিল। লক্ষ্যটা খুব বড়ও ছিল না। ওভারপ্রতি ৬ রান নিতে পারলেই ১১৯ রানের জয় ছিনিয়ে নেওয়া যেত। কিন্তু ৬০ রান তুলতেই ১৪ ওভার শেষ হওয়ার সাথে সাথেই পরাজয় ওখানেই নিশ্চিত হয়ে যায়। এমনকি ব্যাটার সোবহানা মোশতারির ব্যাটিংয়ে ছিল দারুণ প্রচেষ্টাও। কিন্তু বাকিদের ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। ইংল্যান্ডের ১১৮ রানের জবাবে বাংলাদেশ থেমেছে ৯৭ রানে।

শনিবার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টায়। আগের ম্যাচে জয় পাওয়ায় আজ সেমিফাইনালের সমীকরণ সহজ করার লক্ষ্য ছিল। কিন্তু তা পূরণ হয়নি।

এই ম্যাচে দারুণ বোলিং করেন রাবেয়া খাতুন ও ফাহিমা খাতুন। দুজন মিলে ৮ ওভারে রান দিয়েছেন মাত্র ২৯। উইকেট নিয়েছেন ৩টি। নাহিদা ও ঋতুমণিও দুটি করে মোট ৪টি উইকেট নেন। ফলে ১১৮ রানেই শেষ হয় ইংলিশ নারীদের ইনিংস। ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে ৪০ বলে ৪১ রানের ইনিংস খেলেন ড্যানি ওয়েট। আর মিয়ার বাউচার ১৮ বলে ২৩ রান করেন। ৪৮ রানে ওপেনিং জুটি ছাড়া আর তেমন কেউ রান পাননি। এই ম্যাচেও সহজ অনেকগুলো ক্যাচ ছেড়েছে টাইগ্রেসরা। 

জবাবে ১১৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৭ রানের মধ্যে ফিরে যান দুই ব্যাটার। সোবহানা মোশতারি আর জ্যোতির ব্যাটে একটা জুটি আর কিছু রান আসে। সোবহানা ৪৮ বলে ৪৪ রান করেন। আর জ্যোতি করেন ১৫ রান। বাকিদের মধ্যে কেউই আর দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোরকার্ড
ইংল্যান্ড: ১১৮/৭ (২০ ওভার) ড্যানি উইয়েট ৪১, মাইয়া বাওচার ২৩, ফাহিমা ২/১৮, ঋতু ২/২৪ ও নাহিদা ২/৩২
বাংলাদেশ: ৯৭/৭ (২০ ওভার) সোবহানা ৪৪, জ্যোতি ১৫, স্মিথ ২/১১, চার্লি ২/২২

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নুরুল কবির ও প্রফেসর আসিফ মিজানের সৌজন্য সাক্ষাৎ

ব্যাটিং ব্যর্থতায় ২১ রানে হারলো জ্যোতিরা

আপডেট সময় ১১:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

জয় দিয়ে আসর শুরু করা বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হার দেখলো। যদিও ম্যাচটি নিজেদের আয়ত্ত্বে ছিল। লক্ষ্যটা খুব বড়ও ছিল না। ওভারপ্রতি ৬ রান নিতে পারলেই ১১৯ রানের জয় ছিনিয়ে নেওয়া যেত। কিন্তু ৬০ রান তুলতেই ১৪ ওভার শেষ হওয়ার সাথে সাথেই পরাজয় ওখানেই নিশ্চিত হয়ে যায়। এমনকি ব্যাটার সোবহানা মোশতারির ব্যাটিংয়ে ছিল দারুণ প্রচেষ্টাও। কিন্তু বাকিদের ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। ইংল্যান্ডের ১১৮ রানের জবাবে বাংলাদেশ থেমেছে ৯৭ রানে।

শনিবার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টায়। আগের ম্যাচে জয় পাওয়ায় আজ সেমিফাইনালের সমীকরণ সহজ করার লক্ষ্য ছিল। কিন্তু তা পূরণ হয়নি।

এই ম্যাচে দারুণ বোলিং করেন রাবেয়া খাতুন ও ফাহিমা খাতুন। দুজন মিলে ৮ ওভারে রান দিয়েছেন মাত্র ২৯। উইকেট নিয়েছেন ৩টি। নাহিদা ও ঋতুমণিও দুটি করে মোট ৪টি উইকেট নেন। ফলে ১১৮ রানেই শেষ হয় ইংলিশ নারীদের ইনিংস। ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে ৪০ বলে ৪১ রানের ইনিংস খেলেন ড্যানি ওয়েট। আর মিয়ার বাউচার ১৮ বলে ২৩ রান করেন। ৪৮ রানে ওপেনিং জুটি ছাড়া আর তেমন কেউ রান পাননি। এই ম্যাচেও সহজ অনেকগুলো ক্যাচ ছেড়েছে টাইগ্রেসরা। 

জবাবে ১১৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৭ রানের মধ্যে ফিরে যান দুই ব্যাটার। সোবহানা মোশতারি আর জ্যোতির ব্যাটে একটা জুটি আর কিছু রান আসে। সোবহানা ৪৮ বলে ৪৪ রান করেন। আর জ্যোতি করেন ১৫ রান। বাকিদের মধ্যে কেউই আর দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোরকার্ড
ইংল্যান্ড: ১১৮/৭ (২০ ওভার) ড্যানি উইয়েট ৪১, মাইয়া বাওচার ২৩, ফাহিমা ২/১৮, ঋতু ২/২৪ ও নাহিদা ২/৩২
বাংলাদেশ: ৯৭/৭ (২০ ওভার) সোবহানা ৪৪, জ্যোতি ১৫, স্মিথ ২/১১, চার্লি ২/২২