বাংলাদেশ ব্যাংক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে গ্রাহকদের জন্য নতুন চার্জ কাঠামো ঘোষণা করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রাহকদের প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০ টাকা (ভ্যাটসহ) চার্জ পরিশোধ করতে হবে, যা আগে ছিল ১৫ টাকা।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে এবং নতুন চার্জ ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রথম ৫টি লেনদেনে (২০ হাজার টাকা বা গ্রাহকের চাহিদা অনুযায়ী কম পরিমাণ) ১৫ টাকা (ভ্যাটসহ) চার্জ প্রযোজ্য থাকবে। এরপর প্রতি লেনদেনে ৩০ টাকা (ভ্যাটসহ) চার্জ আদায় করা হবে। তবে কার্ড ইস্যুকারী ব্যাংক এটিএম বুথ স্থাপনকারী ব্যাংককে ১৫ টাকা পরিশোধ করবে।
এছাড়া, সর্বোচ্চ উত্তোলন সীমা নির্ধারণ করা হয়েছে। এনপিএসবি (ন্যাশনাল পেমেন্ট সিস্টেম অব বাংলাদেশ)-এর আওতায় একজন গ্রাহক প্রতি মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করতে পারবেন। এর পাশাপাশি, হিসাবের সংক্ষিপ্ত বিবরণী ও স্থিতি চাওয়া হলে অতিরিক্ত ৫ টাকা (ভ্যাটসহ) এবং ক্ষুদে বিবরণী ৫ টাকা (ভ্যাটসহ) চার্জ প্রযোজ্য হবে। তহবিল স্থানান্তরের ক্ষেত্রে ১০ টাকা (ভ্যাটসহ) চার্জ নিতে পারবে ব্যাংক।
এনপিএসবি-এর আওতায় একজন গ্রাহক অন্য ব্যাংকে অনলাইনে টাকা পাঠালে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ টাকা (ভ্যাটসহ) সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
এছাড়া, এমএফএস (মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস)/পিএসপি (পেমেন্ট সার্ভিস প্রোভাইডার) ওয়ালেট লেনদেনে ১ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা (ভ্যাটসহ), যা কম হবে সেটি প্রযোজ্য হবে।
নতুন চার্জের এই নির্দেশনা আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে।