কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বলিয়ার্দি ইউনিয়নের ঘোড়াদার নদীর ঘাট এলাকা থেকে থানা পুলিশ ৬৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ১৭ লাখ ৭৯ হাজার টাকা।
এ ঘটনায় দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মনি বেগম (৩৫), আলেয়া খাতুন (৪০) ও মো. হৃদয় মিয়া (২৫)।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, এই চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। আটককৃতদের ব্যাপারে আরও তদন্ত চলছে।