ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
জয়পুরহাটে স্কুলছাত্র নিখোঁজের নয়দিন পর পরিত্যক্ত ডোবায় লাশ উদ্ধার লালপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ নারীসহ আহত ১০, আশঙ্কাজনক ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর চাঁপাইনবাবগঞ্জে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার বগুড়ায় করতোয়া নদীর ধারে মুখ ঝলসানো অর্ধগলিত লাশ পিরিজপুরে প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি: অভিযুক্ত বিএনপি নেতার ছেলে লালপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৩জন আহত বগুড়ায় ‘লাশ উত্তোলনের নামে’ প্রতারণা, তিন ভাই গ্রেপ্তার সিংড়ায় সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা সুনামগঞ্জের বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা শহরের কাছাকাছি স্থাপনের জন্য ৬দফা দাবিতে সংবাদ সম্মেলন পাংশায় বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা কাবিখা প্রকল্পে কাগজে কলমে উন্নয়ন, মাঠে দুর্নীতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার ও ফ্রি স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

বদলগাছীতে ওএমএসের চাল কালোবাজারে বিক্রিকালে জব্দ

কালোবাজারে বিক্রিকালে জব্দকৃত ওএমএসের চাল

নওগাঁর বদলগাছীতে ওএমএসের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযোগ উঠেছে, মূল হোতাদের বাদ দিয়ে নিরীহ ভ্যানচালকের নামে মামলাটি করা হয়েছে। এছাড়া নামমাত্র ওই মামলাটিতে ডিলারকেও আসামি করা হয়েছে। তবে বাদ দেওয়া হয়েছে পেছন থেকে কলকাঠি নাড়ানো মূল হোতাদের।

অভিযোগ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাবরিন মোস্তারী দায়সারাভাবে সোমবার (০৩ মার্চ) রাতে এই মামলাটি করেছেন। অথচ এই কর্মকর্তার বিরুদ্ধেই আছে বিস্তর অভিযোগ। তিনিও রয়েছেন এই কাজে জড়িত। এমন ঘটনায় উপজেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়।

জানা যায়, গত ০৩ মার্চ সকালে ওএমএসের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করার সময় এক ভ্যান চালসহ চালককে আটক করা হয়। সেই সাথে গত ০২ মার্চ ওএমএস এর চাল বাড়িতে মজুদ রাখার দায়ে আরও এক নারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৮৩২ কেজি চাল জব্দ করে উপজেলা প্রশাসন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে অছির উদ্দিন নামে এক ভ্যানচালক খাদ্য গুদাম থেকে ৩০কেজি ওজনের ১৫টি বস্তা (৪৫০ কেজি) ওএমএসের চাল নিয়ে সাহেব বাজার ডিলার পয়েন্টের দিকে রওয়ানা হয়। কিন্তু সেখানে না গিয়ে ইসমাইলের বাড়িতে নিয়ে যাচ্ছিল সে। যাওয়ার সময় ওই চালসহ ভ্যান চালককে আটক করা হয়। এছাড়া ভ্যান চালকের তথ্য মতে, বদলগাছী সদর ইউনিয়নের জিধিরপুর গ্রামের ইসমাইলের বাড়ি থেকে আরো ৩৮২ কেজি চাল জব্দ করা হয়। সেই সাথে ইসমাইলের স্ত্রী বিজলি বেগমকে আটক করে উপজেলা প্রশাসন।

তারা আরও জানান, আনোয়ার হোসেন টগর নামের এক ডিলারের নামে বরাদ্দকৃত উঠানো চালগুলো প্রতিদিন ৩০ টাকা কেজি দরে দুস্থ ও গরীব মানুষের মাঝে বিক্রি করার কথা থাকলেও অধিক মুনাফা লাভের আশায় কালোবাজারে চাল বিক্রি করে দিচ্ছিলেন পেছন থেকে কলকাঠি নাড়ানো ব্যক্তি।

৫০০ টাকায় দেখাশোনার দায়িত্বে থাকা ইউসুফ জানান, ‘আনোয়ার হোসেন টগরের নামে ডিলারশিপ থাকলেও হাসানুজ্জামান এর মূল হোতা। কারণ দিনশেষে চাল বিক্রির সকল হিসাব তাকে দিতে হতো।’

তিনি বলেন, ‘আমি এ বিষয়ে জানি না, হাসানুজ্জামান বলতে পারবে। কারণ সে এই ডিলারশিপ দেখাশুনা করে।’

তবে আনোয়ার হোসেন টগরের ডিলারশিপ হাসানুজ্জামান কেন দেখাশুনা করবে, এমন প্রশ্নে তেমন কোনো উত্তর দিতে পারেনি ইউসুফ। আবার ইউসুফ বলছেন, আমি কোনো আনোয়ার হোসেন টগরকে চিনি না। আমি চিনি হাসানুজ্জামানকে।

ডিলার আনোয়ার হোসেন টগর বলেন, “আমি শুধু নামে ডিলার। সব কাজ করেন হাসানুজ্জামান। তিনিই মূল হোতা। আমি আওয়ামী লীগ করি, তাই খোলাবাজারে চাল বিক্রির আগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমাকে তার অফিসে ডেকে হুমকি দিয়ে বলেন, আপনার তো ডিলারশিপই থাকবে না। আমি অনেক চেষ্টা করে আপনাকে রাখার ব্যবস্থা করেছি। তাই আমি যা বলবো সেটা আপনাকে করতে হবে বলে হাসানুজ্জামানকে ডিলার পয়েন্ট চালানোর জন্য আমার কাছ থেকে একটি কাগজে লিখিত নেন এবং সেই অনুযায়ী শুরুতেই ১/২ দিন হাসানুজ্জামান তার নিজ ঘরেই চাল বিতরণ করেন। পরে হাসানুজ্জামানের নামে অভিযোগ হলে আবারো খাদ্য নিয়ন্ত্রক আমাকে অফিসে ডেকে ইউসুফ আলী নামের একজনের জন্য লিখিত নেন। আমি তাকে চিনিও না। সেই লিখিত নিয়ে হাসানুজ্জামানের ঘরের উত্তর পার্শের একটি ঘরে ইউসুফ এর নামে হাসানুজ্জামান চাল বিতরণ করছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাবরিন মোস্তারী এই সকল অনিয়মের সাথে জড়িত।”

তিনি আরও বলেন, “আমি কালোবাজারে চাল বিক্রির বিষয়ে কিছু জানি না। আমার কাছ থেকে শুধু ডিওতে স্বাক্ষর নেন। আমার নামে ব্যাংকে ট্রেজারী চালানের মাধ্যমে টাকাও জমা করেন হাসানুজ্জামান। এর বেশি কিছু আমি জানি না। ইউসুফ বিষয়টি ভালো বলতে পারবে। আজ বিনা অপরাধে আমি আসামি হলাম।”

জানতে চাইলে ভ্যান চালক অছির উদ্দিন বলেন, “গোডাউনের সরদার সাইদুর আমাকে চালগুলো সেখানে দিয়ে আসতে বলেছে। তাই নিয়ে যাচ্ছিলাম। আমাকে শুধু ১ শত টাকা করে ভাড়া দেয়। একশ টাকার ভাড়া মারতে গিয়ে এখন আসামি হলাম। আমি গরীব মানুষ, টাকার জন্য ভাড়া মারছিলাম।”

বদলগাছী সরকারি খাদ্য গুদামের লেবার সরদার সাইদুর বলেন, “আমাকে সাংবাদিক হাসানুজ্জামান বলেছিল চালগুলো একটি ভ্যানে করে জিধিরপুরে পৌঁছে দিতে। আমরা লেবারের কাজ করি, সবসময় খাদ্য গুদামে কাজ না থাকায় আমরা কয়েকজন লেবার অবসর সময়ে ভ্যান চালাই। তাই আমার এক লেবারের ভ্যানে চালগুলো পাঠিয়েছি। আমরা গরীব মানুষ পড়াশুনা জানি না। আমি কীভাবে বুঝবো এসব?

এ বিষয়ে হাসানুজ্জামান মুঠোফোনে বাংলাদেশ সময়কে বলেন, “ফুডে কিছু হলে আমার উপর দোষ আসে। তবে কি কারণে দোষ আসে, আমি সঠিক জানি না।”

আনোয়ার হোসেন টগরের ডিলারশিপ আপনি কেনো দেখাশুনা করেন এমন প্রশ্নে তিনি বলেন, “এসব বিষয়ে আমি জানি না। এগুলো তারা মিথ্যা বলছে।”

ট্যাগ অফিসার শাহরিয়া দায়সারাভাবে বলেন, “আমি সকালে ডিলারের ঘরে এসে ৩২ বস্তা চাল পেয়েছি। আর ১৮টি খালি বস্তা পেয়েছি। খাদ্য গুদাম থেকে ডিলারের ঘরে আর কোনো চালের বস্তা আসেনি। পথিমধ্যে চাল কি হয়েছে আমি কিছু বলতে পারবো না।”

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাবরিন মোস্তারী বলেন, “ডিলার আনোয়ার হোসেন টগর, ভ্যানচালক অছির, ইউসুফ আলী, বিজলি ও তার স্বামীর নামে মামলা করা হয়েছে।” হাসানুজ্জামান, ট্যাগ কর্মকর্তা শাহরিয়ার নামে মামলা হলো না কেন বলে প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর প্রদান করেননি।

ডিলার টগরের অভিযোগ আপনিই লিখিত করে নিয়ে প্রথমে হাসানুজ্জামানকে দিয়ে সাহেব বাজারে তার নিজ ঘর থেকে চাল বিতরণ করিয়েছেন, আবার সেখানে চাল বিতরণের অভিযোগ উঠলে আবারো ইউসুফ আলী নামের এক ব্যক্তিকে দিয়ে চাল বিতরণের জন্য তার কাছ থেকে লিখিত নিয়ে হাসানুজ্জামানের ঘরের অপর পাশের একটি ঘরে হাসানুজ্জামানকে দিয়েই চাল বিতরণ করিয়েছেন বলে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি কিছু জানি না। আপনি ডিলারের সাথে কথা বলুন।”

নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ হোসেন মুঠোফোনে বলেন, “অন্য কাউকে অথরিটি দিয়ে চাল বিক্রির নিয়ম আছে। আর উপজেলা কমিটি আছে তারাই বিষয়টি ভালো বলতে পারবেন।” তবে খাদ্যের কোনো কর্মকর্তা এর সাথে জড়িত থাকলে, অভিযোগ সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।

একটি মামলা হয়েছে বলে জানান বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী।

উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্যবান্ধব কমিটির সভাপতি ইসরাত জাহান ছনি বলেন, “গতকালের বিষয়টি নিয়ে ইতিমধ্যে মামলা করা হয়েছে। ভ্যানচালক বিষয়টি আগে থেকেই জানতো। বিজলির বাড়িতে চাল পাওয়ায় তাকে ও তার স্বামীকে আসামি করা হয়েছে। আর সর্বশেষ অথরিটি হিসেবে ইউসুফের নাম আসায় তাকেও আসামি করা হয়েছে।”

বিজলির স্বামী ইসমাইলকে জড়িত করা হলেও হাসানুজ্জামানকে কেন জড়ানো হলো না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হাসানুজ্জামানের নামটা ওভাবে কেউ বলেনি। তারপরও বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবেন। এছাড়া যদি কোনো কর্মকর্তা জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে স্কুলছাত্র নিখোঁজের নয়দিন পর পরিত্যক্ত ডোবায় লাশ উদ্ধার

Verified by MonsterInsights

বদলগাছীতে ওএমএসের চাল কালোবাজারে বিক্রিকালে জব্দ

আপডেট সময় ০৪:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

নওগাঁর বদলগাছীতে ওএমএসের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযোগ উঠেছে, মূল হোতাদের বাদ দিয়ে নিরীহ ভ্যানচালকের নামে মামলাটি করা হয়েছে। এছাড়া নামমাত্র ওই মামলাটিতে ডিলারকেও আসামি করা হয়েছে। তবে বাদ দেওয়া হয়েছে পেছন থেকে কলকাঠি নাড়ানো মূল হোতাদের।

অভিযোগ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাবরিন মোস্তারী দায়সারাভাবে সোমবার (০৩ মার্চ) রাতে এই মামলাটি করেছেন। অথচ এই কর্মকর্তার বিরুদ্ধেই আছে বিস্তর অভিযোগ। তিনিও রয়েছেন এই কাজে জড়িত। এমন ঘটনায় উপজেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়।

জানা যায়, গত ০৩ মার্চ সকালে ওএমএসের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করার সময় এক ভ্যান চালসহ চালককে আটক করা হয়। সেই সাথে গত ০২ মার্চ ওএমএস এর চাল বাড়িতে মজুদ রাখার দায়ে আরও এক নারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৮৩২ কেজি চাল জব্দ করে উপজেলা প্রশাসন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে অছির উদ্দিন নামে এক ভ্যানচালক খাদ্য গুদাম থেকে ৩০কেজি ওজনের ১৫টি বস্তা (৪৫০ কেজি) ওএমএসের চাল নিয়ে সাহেব বাজার ডিলার পয়েন্টের দিকে রওয়ানা হয়। কিন্তু সেখানে না গিয়ে ইসমাইলের বাড়িতে নিয়ে যাচ্ছিল সে। যাওয়ার সময় ওই চালসহ ভ্যান চালককে আটক করা হয়। এছাড়া ভ্যান চালকের তথ্য মতে, বদলগাছী সদর ইউনিয়নের জিধিরপুর গ্রামের ইসমাইলের বাড়ি থেকে আরো ৩৮২ কেজি চাল জব্দ করা হয়। সেই সাথে ইসমাইলের স্ত্রী বিজলি বেগমকে আটক করে উপজেলা প্রশাসন।

তারা আরও জানান, আনোয়ার হোসেন টগর নামের এক ডিলারের নামে বরাদ্দকৃত উঠানো চালগুলো প্রতিদিন ৩০ টাকা কেজি দরে দুস্থ ও গরীব মানুষের মাঝে বিক্রি করার কথা থাকলেও অধিক মুনাফা লাভের আশায় কালোবাজারে চাল বিক্রি করে দিচ্ছিলেন পেছন থেকে কলকাঠি নাড়ানো ব্যক্তি।

৫০০ টাকায় দেখাশোনার দায়িত্বে থাকা ইউসুফ জানান, ‘আনোয়ার হোসেন টগরের নামে ডিলারশিপ থাকলেও হাসানুজ্জামান এর মূল হোতা। কারণ দিনশেষে চাল বিক্রির সকল হিসাব তাকে দিতে হতো।’

তিনি বলেন, ‘আমি এ বিষয়ে জানি না, হাসানুজ্জামান বলতে পারবে। কারণ সে এই ডিলারশিপ দেখাশুনা করে।’

তবে আনোয়ার হোসেন টগরের ডিলারশিপ হাসানুজ্জামান কেন দেখাশুনা করবে, এমন প্রশ্নে তেমন কোনো উত্তর দিতে পারেনি ইউসুফ। আবার ইউসুফ বলছেন, আমি কোনো আনোয়ার হোসেন টগরকে চিনি না। আমি চিনি হাসানুজ্জামানকে।

ডিলার আনোয়ার হোসেন টগর বলেন, “আমি শুধু নামে ডিলার। সব কাজ করেন হাসানুজ্জামান। তিনিই মূল হোতা। আমি আওয়ামী লীগ করি, তাই খোলাবাজারে চাল বিক্রির আগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমাকে তার অফিসে ডেকে হুমকি দিয়ে বলেন, আপনার তো ডিলারশিপই থাকবে না। আমি অনেক চেষ্টা করে আপনাকে রাখার ব্যবস্থা করেছি। তাই আমি যা বলবো সেটা আপনাকে করতে হবে বলে হাসানুজ্জামানকে ডিলার পয়েন্ট চালানোর জন্য আমার কাছ থেকে একটি কাগজে লিখিত নেন এবং সেই অনুযায়ী শুরুতেই ১/২ দিন হাসানুজ্জামান তার নিজ ঘরেই চাল বিতরণ করেন। পরে হাসানুজ্জামানের নামে অভিযোগ হলে আবারো খাদ্য নিয়ন্ত্রক আমাকে অফিসে ডেকে ইউসুফ আলী নামের একজনের জন্য লিখিত নেন। আমি তাকে চিনিও না। সেই লিখিত নিয়ে হাসানুজ্জামানের ঘরের উত্তর পার্শের একটি ঘরে ইউসুফ এর নামে হাসানুজ্জামান চাল বিতরণ করছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাবরিন মোস্তারী এই সকল অনিয়মের সাথে জড়িত।”

তিনি আরও বলেন, “আমি কালোবাজারে চাল বিক্রির বিষয়ে কিছু জানি না। আমার কাছ থেকে শুধু ডিওতে স্বাক্ষর নেন। আমার নামে ব্যাংকে ট্রেজারী চালানের মাধ্যমে টাকাও জমা করেন হাসানুজ্জামান। এর বেশি কিছু আমি জানি না। ইউসুফ বিষয়টি ভালো বলতে পারবে। আজ বিনা অপরাধে আমি আসামি হলাম।”

জানতে চাইলে ভ্যান চালক অছির উদ্দিন বলেন, “গোডাউনের সরদার সাইদুর আমাকে চালগুলো সেখানে দিয়ে আসতে বলেছে। তাই নিয়ে যাচ্ছিলাম। আমাকে শুধু ১ শত টাকা করে ভাড়া দেয়। একশ টাকার ভাড়া মারতে গিয়ে এখন আসামি হলাম। আমি গরীব মানুষ, টাকার জন্য ভাড়া মারছিলাম।”

বদলগাছী সরকারি খাদ্য গুদামের লেবার সরদার সাইদুর বলেন, “আমাকে সাংবাদিক হাসানুজ্জামান বলেছিল চালগুলো একটি ভ্যানে করে জিধিরপুরে পৌঁছে দিতে। আমরা লেবারের কাজ করি, সবসময় খাদ্য গুদামে কাজ না থাকায় আমরা কয়েকজন লেবার অবসর সময়ে ভ্যান চালাই। তাই আমার এক লেবারের ভ্যানে চালগুলো পাঠিয়েছি। আমরা গরীব মানুষ পড়াশুনা জানি না। আমি কীভাবে বুঝবো এসব?

এ বিষয়ে হাসানুজ্জামান মুঠোফোনে বাংলাদেশ সময়কে বলেন, “ফুডে কিছু হলে আমার উপর দোষ আসে। তবে কি কারণে দোষ আসে, আমি সঠিক জানি না।”

আনোয়ার হোসেন টগরের ডিলারশিপ আপনি কেনো দেখাশুনা করেন এমন প্রশ্নে তিনি বলেন, “এসব বিষয়ে আমি জানি না। এগুলো তারা মিথ্যা বলছে।”

ট্যাগ অফিসার শাহরিয়া দায়সারাভাবে বলেন, “আমি সকালে ডিলারের ঘরে এসে ৩২ বস্তা চাল পেয়েছি। আর ১৮টি খালি বস্তা পেয়েছি। খাদ্য গুদাম থেকে ডিলারের ঘরে আর কোনো চালের বস্তা আসেনি। পথিমধ্যে চাল কি হয়েছে আমি কিছু বলতে পারবো না।”

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাবরিন মোস্তারী বলেন, “ডিলার আনোয়ার হোসেন টগর, ভ্যানচালক অছির, ইউসুফ আলী, বিজলি ও তার স্বামীর নামে মামলা করা হয়েছে।” হাসানুজ্জামান, ট্যাগ কর্মকর্তা শাহরিয়ার নামে মামলা হলো না কেন বলে প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর প্রদান করেননি।

ডিলার টগরের অভিযোগ আপনিই লিখিত করে নিয়ে প্রথমে হাসানুজ্জামানকে দিয়ে সাহেব বাজারে তার নিজ ঘর থেকে চাল বিতরণ করিয়েছেন, আবার সেখানে চাল বিতরণের অভিযোগ উঠলে আবারো ইউসুফ আলী নামের এক ব্যক্তিকে দিয়ে চাল বিতরণের জন্য তার কাছ থেকে লিখিত নিয়ে হাসানুজ্জামানের ঘরের অপর পাশের একটি ঘরে হাসানুজ্জামানকে দিয়েই চাল বিতরণ করিয়েছেন বলে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি কিছু জানি না। আপনি ডিলারের সাথে কথা বলুন।”

নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ হোসেন মুঠোফোনে বলেন, “অন্য কাউকে অথরিটি দিয়ে চাল বিক্রির নিয়ম আছে। আর উপজেলা কমিটি আছে তারাই বিষয়টি ভালো বলতে পারবেন।” তবে খাদ্যের কোনো কর্মকর্তা এর সাথে জড়িত থাকলে, অভিযোগ সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।

একটি মামলা হয়েছে বলে জানান বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী।

উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্যবান্ধব কমিটির সভাপতি ইসরাত জাহান ছনি বলেন, “গতকালের বিষয়টি নিয়ে ইতিমধ্যে মামলা করা হয়েছে। ভ্যানচালক বিষয়টি আগে থেকেই জানতো। বিজলির বাড়িতে চাল পাওয়ায় তাকে ও তার স্বামীকে আসামি করা হয়েছে। আর সর্বশেষ অথরিটি হিসেবে ইউসুফের নাম আসায় তাকেও আসামি করা হয়েছে।”

বিজলির স্বামী ইসমাইলকে জড়িত করা হলেও হাসানুজ্জামানকে কেন জড়ানো হলো না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হাসানুজ্জামানের নামটা ওভাবে কেউ বলেনি। তারপরও বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবেন। এছাড়া যদি কোনো কর্মকর্তা জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”