মানিকগঞ্জের দৌলতপুরে বাঘুটিয়া ইউনিয়নের বাশাইল গ্রামের বিধবা নিঃসন্তান বৃদ্ধা জামেলা খাতুন দীর্ঘ বছর যাবৎ অসহায় জীবনযাপন করে আসছেন। সংবাদ কর্মীদের প্রতিবেদন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার নজরে আসলে তিনি নির্দেশ দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।
বিষয়টি জানতে পেরেই তাকে দেখতে ছুটে যান দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম, থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে তারা বৃদ্ধাকে দেখতে গিয়ে তার পাশে কিছুক্ষণ সময় কাটান। এ সময় বৃদ্ধাকে তাৎক্ষণিক ৫টি কম্বল ও চাল, ডাল, তেল, আসবাবপত্র ও অন্যান্য তৈজসপত্রসহ নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা দেন ইউএনও। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বৃদ্ধা পাবেন একটি বাড়ি, সেই সঙ্গে চিকিৎসা সেবা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নদীর পাড়ে রাস্তার পাশে একটি জরাজীর্ণ ছাপরা ঘরে বৃদ্ধা জামেলা খাতুন অতি কষ্টে জীবনযাপন করছিলেন। তার স্বামী মারা যান অনেক বছর আগে। এদিকে তার নেই কোনো সন্তান, একটি সন্তান ছিল সেও মারা গেছে। তাকে দেখভাল করার মতো কেউ নেই।
বৃদ্ধা জামেলা খাতুনের কষ্টের কথা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আহসানুর আলম ও থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন, উপজেলা প্রশাসন বৃদ্ধা জামেলাকে সার্বিক সহযোগিতা করবেন।