দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাঝাপাড়া নামক এলাকায় নিহারঞ্জন (৮০) নামের এক ব্যক্তিকে পেট্রোলের আগুনে দিয়ে পুড়িয়ে হত্যা করার গুঞ্জন উঠেছে তারই নাতি রুপম রায়ের বিরুদ্ধে।
জানা যায়, গত ২৩ ডিসেম্বর (সোমবার) দাদুর কাছে মোবাইল কিনতে টাকা চাইলে দাদা টাকা না দেওয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে দাদা-নাতি হাতাহাতি হয়। এ সময় নাতি তন্ময় রায় রুপম রাগান্বিত হয়ে মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে তার দাদুর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করার চেষ্টা করে। সে সময় নিহারঞ্জন চিৎকার করায় পরিবারের লোকজন বুঝতে পেরে নিহারঞ্জনকে (৮০) নীলমাফারী সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অবস্থা বেগতিক দেখে জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন অবস্থায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে তিনি মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গেলে, ভিকটিমের বাড়িতে অন্যান্য সদস্যরা উপস্থিত থাকলেও অভিযুক্ত তন্ময় রায় রুপমকে খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রায়হান মেম্বারের কাছে ঘটনার সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমি পুলিশ এবং এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে জানতে পারি যে দাদা-নাতির মধ্যে সামান্য ঘটনাকে কেন্দ্র করে নাতি তন্ময় রায় রুপম তার দাদার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং তার পরিবারের লোকদের কাছে জানতে পারি নিহারঞ্জনকে দগ্ধ অবস্থায় নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে আজকে খবর পেলাম তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন।
খানসামা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হকের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনার সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।