ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গত বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যেখানে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর সিনেমা ‘প্রিয় মালতী’ টিমের সদস্যরা সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপর পোস্টার লাগিয়ে দেন। এতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক নিন্দা উঠে। পরে, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেসবুকে ক্ষমা চেয়ে লিখেন, এটি ছিল একটি অনিচ্ছাকৃত ভুল।
তিনি জানান, ‘প্রিয় মালতী’ চলচ্চিত্রের প্রচারণার জন্য টিএসসিতে যাওয়ার সময় প্রচণ্ড ভিড় এবং সময়ের অভাবে দ্রুত পোস্টারিং কার্যক্রম শেষ করতে হয়। এই পরিস্থিতিতে ভুলবশত তনুর গ্রাফিতির উপরে ‘প্রিয় মালতী’ ছবির পোস্টার লাগিয়ে দেওয়া হয়।
মেহজাবীন বলেন, “আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও চলমান। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছি।”
তবে, এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মেহজাবীন এবং তার টিমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, তনুর স্মৃতির প্রতি এই অসম্মান সঠিক হয়নি। এক মন্তব্যে বলা হয়, “মেহজাবিন কি অন্ধ! তনুর গ্রাফিতির উপর পোস্টার লাগালো!” এই পরিস্থিতিতে মেহজাবীন আরো বলেন, “আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যাবস্থাপনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”
এই ঘটনার পর, মেহজাবীন চৌধুরী ফেসবুকে একটি বার্তা দিয়ে ক্ষমা চান এবং জানান যে, ‘প্রিয় মালতী’ সিনেমা মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর, যেখানে তিনি একটি লড়াকু নারী চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এবং ইতিমধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।