দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশী চিত্রনায়ক জায়েদ খান। কানাডা ও যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি শো করার পর বর্তমানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানা পত্রিকার ডিজিটাল প্ল্যাটফর্মের সেলিব্রিটি শো উপস্থাপনাতে।
এদিকে, ১৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৮৪০ : দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমাটি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জায়েদ। সিনেমায় তিনি জাকিয়া বারী মমের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। একজন সহজ সরল মানুষ হিসেবে তার চরিত্রটি দর্শকদের হৃদয় জয় করেছে।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, “ফারুকী ভাই মেধাবী নির্মাতা। তিনি আমাকে দারুণভাবে স্ক্রিনে উপস্থাপন করেছেন। সিনেমার চরিত্রটি খুব বড় না হলেও যারা দেখেছেন তারা প্রশংসা করেছেন। আমার ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাচ্ছি, সত্যি খুব আনন্দিত। দেশে প্রচুর রেসপন্স পাচ্ছি, ফারুকী ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চমৎকার। মমর সঙ্গে আগেও কাজ করেছি, এবারের অভিজ্ঞতাও দারুণ ছিল।”
দেশে ফেরার প্রসঙ্গে জায়েদ খান আরও জানান, “ঠিকানা পত্রিকার সেলিব্রিটি শো শুরু করেছি, কিছুটা গুছিয়ে নেবো। দেশ আমাকে সবসময় টানে, বিশেষ করে মা-বাবার কবর। অনেক দিন মা-বাবার কবর জিয়ারত করতে পারিনি, খুব মিস করছি।”