ভারতের দক্ষিণি সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৪ ডিসেম্বর, হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা-২ সিনেমার প্রিমিয়ারের সময় এক নারীর পদদলিত হয়ে মৃত্যু ঘটে। এ ঘটনায় অভিযোগ ওঠে যে, আল্লু অর্জুন ও তার নিরাপত্তা দল যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি, যার কারণে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে রেবতী নামের এক নারী নিহত হন।
ইন্ডিয়া টুডে এবং এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, এই ঘটনার পর পুলিশ ৫ ডিসেম্বর আল্লু অর্জুন, তার নিরাপত্তা দল এবং থিয়েটার ম্যানেজমেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করে। শুক্রবার (১৩ ডিসেম্বর) পুলিশ অভিনেতাকে গ্রেপ্তার করে এবং চিক্কদাপল্লী থানায় নিয়ে যায়।
এছাড়া, তদন্তে জানা যায়, থিয়েটার ম্যানেজমেন্ট তেলেঙ্গানা পুলিশের কাছে আল্লু অর্জুনের উপস্থিতি সম্পর্কে কোনো তথ্য দেয়নি। পুলিশ যদি জানতো, তাহলে আরও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হতো। হায়দরাবাদের থিয়েটারে প্রবেশের জন্য আলাদা কোনো পোর্টাল ছিল না, যার কারণে প্রচুর ভিড় এবং নিরাপত্তার অভাবে এই দুর্ঘটনা ঘটে।
প্রসঙ্গত, প্রিমিয়ারের সময় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার ভক্ত সমবেত হয়েছিলেন, যার ফলে শ্বাসরোধ হয়ে মারা যান রেবতী। এই ঘটনায় তার আট বছরের ছেলেকেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।