ফিলিস্তিনের সংগ্রামী জনতার সাথে আন্তর্জাতিক সংহতি দিবসে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলার সমাবেশ শহরের চৌমুহনায় অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) মৌলভীবাজার চৌমুহনায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং বাসদ জেলা সদস্য অ্যাডভোকেট আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলিমেষ ঘোষ বলু, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জহরলাল দত্ত, বাংলাদেশ জাসদ জেলা সভাপতি ছালেহ সোহেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী। এছাড়াও সমাবেশে বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ড, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে বিশ্ব মানবতাকামী রাষ্ট্র ও জনগণকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, মার্কিন আমেরিকার মদদে ইসরায়েল ফিলিস্তিনের জনগণের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী গণহত্যাকারী নেতানিয়াহুর বিচার আটকে আছে আমেরিকার বিরোধিতার কারণে। সারা বিশ্বের শান্তি প্রিয় রাষ্ট্র ও জনগণকে চিহ্নিত শত্রু মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশে দেশে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে হবে।