যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
ড. ইউনূস তার শুভেচ্ছা বার্তায় বলেন, “মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। দ্বিতীয় মেয়াদের জন্য আপনাকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের আস্থা এবং আপনার নেতৃত্বের প্রতি তাদের বিশ্বাস। আমি বিশ্বাস করি, আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে এবং বিশ্বব্যাপী অনুপ্রেরণা সৃষ্টি করবে।”
এই নির্বাচন জয়ের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউজের দখল নিতে যাচ্ছেন। ২০২০ সালের নির্বাচন পরাজয়ের পর এবার তিনি আবার ফিরে এসেছেন। প্রাথমিক ফলাফলে, তিনি প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ইলেকটোরাল কলেজ ভোটে বড় ব্যবধানে পরাজিত করেছেন।
ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন, যখন তিনি হিলারি ক্লিনটনকে পরাজিত করেছিলেন। ২০২০ সালে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর, ট্রাম্প এবার তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ী হলেন।