যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশ সময় বুধবার (৬ অক্টোবর) দুপুর দেড়টায় ফক্স নিউজ জানায়, নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করেছেন।
ফক্স নিউজের প্রদর্শিত ফলাফলে দেখা যায়, ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট, যা তাকে বিজয়ী হতে সহায়তা করেছে। অন্যদিকে কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়। এই জয়ের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন হতে যাচ্ছেন। তার পুনরায় নির্বাচিত হওয়া আন্তর্জাতিক রাজনীতি এবং বাণিজ্যের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আগামী বছর হোয়াইট হাউজে শপথগ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করবেন ট্রাম্প।