বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের জীবন পরিবর্তনের গল্প এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাস দুই আগেও বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার স্বপ্নে পড়াশোনায় মগ্ন ছিলেন সারজিস। তাঁর স্বপ্ন ছিল একদিন কোনো মন্ত্রণালয়ের সচিব হওয়ার। কিন্তু ৫ আগস্টের পর থেকে তাঁর জীবন যেন পুরোপুরি ১৮০ ডিগ্রি বদলে গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সারজিস বলেন, “আগের জীবনে রুটিন আমি নিজেই ঠিক করতাম। কিন্তু এখন ছাত্র-জনতার প্রয়োজন অনুযায়ী আমাদের জীবন পরিচালিত হচ্ছে। ছাত্র-জনতার দাবি পূরণের জন্য প্রয়োজনের সময় আমাদের নতুন নতুন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। প্রতিদিনই নতুন কিছু শেখার ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছি।”
সারজিস জানান, ছাত্র আন্দোলনে কাজ করতে গিয়ে তাঁর কাছে দেশের সিস্টেম, প্রতিষ্ঠান এবং পর্দার পেছনের বাস্তবতা আরও পরিষ্কারভাবে ফুটে উঠেছে। “আমরা যেভাবে সিস্টেমগুলোকে দেখে এসেছি, আসলে তা সবসময় সেভাবে কাজ করে না। পর্দার আড়ালের গল্প অনেক সময় ভিন্ন রকমের হয়,” বলেন সারজিস।
তার ভাষ্যমতে, জীবনের এই নতুন অভিজ্ঞতা তাঁকে দেশের সিস্টেম ও বাস্তবতাকে নতুন করে চিনতে সাহায্য করছে। ছাত্র আন্দোলনের মাধ্যমে সারজিস ও তাঁর সহযোদ্ধারা দেশব্যাপী বৈষম্য ও সামাজিক অসংগতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।