ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যানী পূজা মিঠাপুকুরে জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক- ৬ যশোরে টেন্ডার নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ককে লাঞ্ছিতের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ওজন নিয়ে সমালোচনার জবাবে সোজাসাপটা জবাব দিলেন সামান্থা সংসার করতে চান বাঁধন, একান্ত সঙ্গীর খোঁজে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

পিরোজপুরে বিদ্যালয়ের গাছ কাঁটার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

পিরোজপুরের নাজিরপুর উপজেলা সেখমাঠিয়া ইউনিয়নের মৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ টেন্ডার ছাড়াই দুই শিক্ষকদের যোগসাজসে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরদ্ধে।

সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির সীমানার বিতরে থাকা গাছ কেটে নিয়ে যাচ্ছে কথিত জমি দাতার পরিবার। স্থানীয়দের বাধার কারণে একটি গাছ কাটতে পারে। কাঁটা গাছটির কিছু অংশ নিয়েও গেছে তারা। এর আগেও অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে গাছ কাঁটার অভিযোগ রয়েছে। তারা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে ক্ষমতা দাপট দেখিয়ে গাছ কাটতো।

অভিযোগ সূত্রের জানা যায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমৃত লাল বিশ্বাশ ও নীহার রঞ্জন মন্ডলের যোগসাজসে বিদ্যালয়ের গাছ কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রদীপ কুমার হালদার। ২ বছর পূর্বেও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অর্ধলক্ষ টাকার গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

অভিযুক্তরা জানান, জমি ও গাছগুলো বিদ্যালয়ের ছিলো। তবে বিদ্যালয়ের ভবন নির্মাণের সময় তাদের জমিতে নির্মাণ করা হয়। সেই জমির বদলে আমাকে স্কুলের পাশের জমি দেয়। আমি সেখানে থাকা গাছ কেটেছি।

ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, বিদ্যালয়ের জমির ভেতরে গাছগুলো রয়েছে। তাদের বিদ্যালয়ের ভেতরে থাকা জমিবাড়ির ভেতর থেকে খাওয়ানো হয়। এর আগেও তারা এমনটি করেছে ।

বিদ্যালয়ের সাবেক সভাপতি এড. তাপস ভক্ত জানান, গাছগুলো লাগানোর সময় আমি সভাপতি ছিলাম। হঠাৎ করে কীভাবে জমিসহ গাছ তাদের হয়ে গেলো বুঝতে পারলাম না।

অভিযুক্ত সহকারী শিক্ষক অমৃত লাল বিশ্বাস বলেন, স্কুলের ভবনটির বিতরের ১২ শতক জমি আছে। তার পরিবর্তে গাছ থাকা জমিটি বদল করে দেওয়া হয়েছে। পূর্বের কমিটির মাধ্যমে আওজ-বদল করা হয়েছে।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার বলেন, মৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাঁটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। গাছ স্কুলের জিম্মায় আছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, অভিযোগ পলে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় কর্মচারীরা বিক্ষোভ: ডিএমডি (অর্থ ও প্রশাসন) আকতারুজ্জামানকে বের করে দিয়েছে কর্মচারীরা

পিরোজপুরে বিদ্যালয়ের গাছ কাঁটার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

আপডেট সময় ০৮:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

পিরোজপুরের নাজিরপুর উপজেলা সেখমাঠিয়া ইউনিয়নের মৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ টেন্ডার ছাড়াই দুই শিক্ষকদের যোগসাজসে কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরদ্ধে।

সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির সীমানার বিতরে থাকা গাছ কেটে নিয়ে যাচ্ছে কথিত জমি দাতার পরিবার। স্থানীয়দের বাধার কারণে একটি গাছ কাটতে পারে। কাঁটা গাছটির কিছু অংশ নিয়েও গেছে তারা। এর আগেও অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে গাছ কাঁটার অভিযোগ রয়েছে। তারা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে ক্ষমতা দাপট দেখিয়ে গাছ কাটতো।

অভিযোগ সূত্রের জানা যায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমৃত লাল বিশ্বাশ ও নীহার রঞ্জন মন্ডলের যোগসাজসে বিদ্যালয়ের গাছ কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রদীপ কুমার হালদার। ২ বছর পূর্বেও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অর্ধলক্ষ টাকার গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

অভিযুক্তরা জানান, জমি ও গাছগুলো বিদ্যালয়ের ছিলো। তবে বিদ্যালয়ের ভবন নির্মাণের সময় তাদের জমিতে নির্মাণ করা হয়। সেই জমির বদলে আমাকে স্কুলের পাশের জমি দেয়। আমি সেখানে থাকা গাছ কেটেছি।

ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, বিদ্যালয়ের জমির ভেতরে গাছগুলো রয়েছে। তাদের বিদ্যালয়ের ভেতরে থাকা জমিবাড়ির ভেতর থেকে খাওয়ানো হয়। এর আগেও তারা এমনটি করেছে ।

বিদ্যালয়ের সাবেক সভাপতি এড. তাপস ভক্ত জানান, গাছগুলো লাগানোর সময় আমি সভাপতি ছিলাম। হঠাৎ করে কীভাবে জমিসহ গাছ তাদের হয়ে গেলো বুঝতে পারলাম না।

অভিযুক্ত সহকারী শিক্ষক অমৃত লাল বিশ্বাস বলেন, স্কুলের ভবনটির বিতরের ১২ শতক জমি আছে। তার পরিবর্তে গাছ থাকা জমিটি বদল করে দেওয়া হয়েছে। পূর্বের কমিটির মাধ্যমে আওজ-বদল করা হয়েছে।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার বলেন, মৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাঁটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। গাছ স্কুলের জিম্মায় আছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, অভিযোগ পলে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।