ইয়েমেনের হোদেইদাহ বিমানবন্দর, সানা এবং ধামার সিটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেনের হুথি সমর্থিত টেলিভিশন চ্যালেন আল মাসিরাহ টিভির বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
জানা গেছে, হোদেইদাহ বিমানবন্দর এবং হোদেইদাহের উত্তর-পশ্চিমে আল-কাথিব এলাকায় ইরান-সমর্থিত হুতিদের লক্ষ্য করে অন্তত ১৫টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদরদপ্তর পেন্টাগনের দাবী, ‘নৌ চলাচল নির্বিঘ্ন’ রাখতে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
হামলায় রাজধানী সানাসহ ইয়েমেনের কিছু প্রধান শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হুতিদের মালিকানাধীন অস্ত্র ব্যবস্থা, ঘাঁটি ও বিভিন্ন সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও জানা যায়।
সোশ্যাল মিডিয়ার ফুটেজে এবং আল জাজিরার ফ্যাক্ট-চেকিং এজেন্সি হোদেইদাহতে হামলার ফলে ধোঁয়ার বড় কুণ্ডলী দেখতে পাওয়া গেছে বলে জানা গেছে।
রয়টার্স বলছে, আল মাসিরাহ টিভি দাবি করেছে, মার্কিন এবং ব্রিটিশ বাহিনী এই হামলা চালিয়েছে। তবে ব্রিটিশ সরকারের একটি সূত্র জানিয়েছে যুক্তরাজ্য এই হামলায় জড়িত নয়।
গত সোমবার হুতিরা ইয়েমেনের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল। এটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-৯ রিপার ড্রোন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও তাদের একটি চালকবিহীন উড়োজাহাজ হারিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। গত সপ্তাহে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজের ওপর হামলা চালিয়েছে হুতিরা। যদিও তাদের ছোড়া সব অস্ত্র ধ্বংস করা হয়েছে।
ফিলিস্তিনের নিরীহ মানুষদের ওপর হামলার প্রতিবাদে এবং হামাস-ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে গত নভেম্বর থেকে ইয়েমেনের কাছাকাছি স্থানে আন্তর্জাতিক শিপিংয়ে হামলা শুরু করেছে হুথি বিদ্রোহীরা।
যুদ্ধ শুরুর পর গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে প্রায় ১০০টি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। এসব হামলায় দু’টি জাহাজ ডুবে গেছে। বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধের জবাবে এসব হামলা চালিয়েছে তারা।
এই মাত্র পাওয়াঃ
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলা
- আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় ০২:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- ১৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ