খুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরে পানি তুলতে না দিয়ে চাঁদার টাকা দাবি, অতঃপর প্রায় ৬ হাজার বিঘা জমির প্রায় দেড়-দু’হাজার ঘের ও জমির মালিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রতিপক্ষ ইউনুছ মোল্লাদের বিরুদ্ধে বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় উপজেলার চক বিষ্ণুপুর ঘের সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ঘের মালিক সমিতির সভাপতি নাজমুল হুদা মিথুন।
এ সময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান, মকবুল হোসেন, এনামুল হক, উজ্জ্বল গাজী, আবু তালেব গাইন, ইসরাফিল হোসেন, শাহাবুদ্দিন গাইন, সেলিম গাইনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রতিপক্ষ ইউনুছ মোল্লা ও তার দোসররা তাদের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। তা না হলে ঘেরে কোনো পানি তুলতে দেয়া হবে না। উপায়ান্তর না দেখে তারা ১ লাখ টাকা সবার কাছ থেকে তুলে দিয়েছেন। তাতেও সে সন্তোষ্ট না হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ মৌজায় পানি সরবরাহের জন্য থাকা স্লুইসগেটের মুখ কপোতাক্ষ নদ খননের সময় আটকা থাকে। এ কারণে দীর্ঘ ৩ বছর যাবৎ কোনো পানি উঠেনি। ফলে বর্তমানে জমি ও ঘের মালিকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় হয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী নিয়ে পুলিশ ও নেতাদের ভয়ভীতি দেখিয়ে গ্রামবাসীর কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা আদায় করায় চাঁদাবাজ ‘ইউনুসের’ হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইউনিয়নবাসীর এ মানববন্ধন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু বলেন, “দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। যদি কেউ এ কাজ করে তাহলে ৪৮ ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”