ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
রামগঞ্জে প্রতারণা-চাঁদাবাজি-ভূমি দস্যুতা ও শ্লীলতাহানীসহ ৮ মামলার আসামী যুবলীগ নেতা সিঙ্গার ফারুক গ্রেপ্তার বোয়ালখালী প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির পক্ষ থেকে অধ্যাপিকা নার্গিস বেগমকে ফুলেল শুভেচ্ছা বিগত ১৭ বছর অত্যন্ত ভয়াবহ দুঃসময় পার হয়েছে: নার্গিস বেগম কমলগঞ্জে মুণ্ডা, ওঁরাও, খাড়িয়া জনগোষ্ঠীর বাহা উৎসব অনুষ্ঠিত বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক আটক শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির  উদ্দ্যোগে ইফতার মাহফিল পাবনায় নসিমন-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে পাবনায় মানববন্ধন বরিশাল বিভাগ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড. ইউনূসকে নিয়ে পালিয়ে যাওয়া বাংলাদেশি কূটনীতিকের স্ট্যাটাস বাংলাদেশের সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে: জাতিসংঘের মহাসচিব

নাহিদের পদত্যাগে সারজিসের স্ট্যাটাস

সারজিস আলম ও নাহিদ ইসলাম

নানা জল্পনা কল্পনার পর অবশেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

পূর্বে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পদত্যাগের পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটটি স্পষ্ট হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং এর নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। গত কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল, নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন দল আসবে। উপদেষ্টা নাহিদ ইসলাম বেশ কয়েকবার জানিয়েছিলেন, পদত্যাগের মধ্য দিয়ে তিনি নতুন দলে যোগ দেবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি এই নতুন দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি উচ্ছ্বসিত স্ট্যাটাস শেয়ার করেন। তার স্ট্যাটাসে লেখা ছিল, “এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।”

এই মন্তব্যে সারজিস আলম নাহিদ ইসলামের পদত্যাগকে নতুন রাজনৈতিক প্রজেক্টের সূচনা হিসেবে প্রশংসা করেছেন।

নাহিদ ইসলামের ব্যক্তিগত ও রাজনৈতিক যাত্রাও উল্লেখযোগ্য। ১৯৯৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করা নাহিদ, যিনি ডাকনাম ‘ফাহিম’, সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন ও ইতিমধ্যে মাস্টার্স সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তার একটি ছোট ভাই রয়েছেন।

জুলাই মাসে অপহরণের ঘটনা ও কোটাবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে দুইবার আটক এবং অকথ্য নির্যাতনের শিকার হওয়ার পর নাহিদ ইসলামের নাম দেশব্যাপী পরিচিতি লাভ করে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, যার তিন দিনের মাথায় ৮ আগস্ট অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে প্রতারণা-চাঁদাবাজি-ভূমি দস্যুতা ও শ্লীলতাহানীসহ ৮ মামলার আসামী যুবলীগ নেতা সিঙ্গার ফারুক গ্রেপ্তার

Verified by MonsterInsights

নাহিদের পদত্যাগে সারজিসের স্ট্যাটাস

আপডেট সময় ০৫:৩৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

নানা জল্পনা কল্পনার পর অবশেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

পূর্বে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পদত্যাগের পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটটি স্পষ্ট হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং এর নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। গত কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল, নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন দল আসবে। উপদেষ্টা নাহিদ ইসলাম বেশ কয়েকবার জানিয়েছিলেন, পদত্যাগের মধ্য দিয়ে তিনি নতুন দলে যোগ দেবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি এই নতুন দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি উচ্ছ্বসিত স্ট্যাটাস শেয়ার করেন। তার স্ট্যাটাসে লেখা ছিল, “এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।”

এই মন্তব্যে সারজিস আলম নাহিদ ইসলামের পদত্যাগকে নতুন রাজনৈতিক প্রজেক্টের সূচনা হিসেবে প্রশংসা করেছেন।

নাহিদ ইসলামের ব্যক্তিগত ও রাজনৈতিক যাত্রাও উল্লেখযোগ্য। ১৯৯৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করা নাহিদ, যিনি ডাকনাম ‘ফাহিম’, সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন ও ইতিমধ্যে মাস্টার্স সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং তার একটি ছোট ভাই রয়েছেন।

জুলাই মাসে অপহরণের ঘটনা ও কোটাবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে দুইবার আটক এবং অকথ্য নির্যাতনের শিকার হওয়ার পর নাহিদ ইসলামের নাম দেশব্যাপী পরিচিতি লাভ করে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, যার তিন দিনের মাথায় ৮ আগস্ট অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।