ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
রামগঞ্জে প্রতারণা-চাঁদাবাজি-ভূমি দস্যুতা ও শ্লীলতাহানীসহ ৮ মামলার আসামী যুবলীগ নেতা সিঙ্গার ফারুক গ্রেপ্তার বোয়ালখালী প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির পক্ষ থেকে অধ্যাপিকা নার্গিস বেগমকে ফুলেল শুভেচ্ছা বিগত ১৭ বছর অত্যন্ত ভয়াবহ দুঃসময় পার হয়েছে: নার্গিস বেগম কমলগঞ্জে মুণ্ডা, ওঁরাও, খাড়িয়া জনগোষ্ঠীর বাহা উৎসব অনুষ্ঠিত বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক আটক শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির  উদ্দ্যোগে ইফতার মাহফিল পাবনায় নসিমন-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে পাবনায় মানববন্ধন বরিশাল বিভাগ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড. ইউনূসকে নিয়ে পালিয়ে যাওয়া বাংলাদেশি কূটনীতিকের স্ট্যাটাস বাংলাদেশের সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে: জাতিসংঘের মহাসচিব

অপপ্রচার ও গুজব নিয়ে অবস্থান স্পষ্ট করে তাসনিম জারার স্ট্যাটাস

ডা. তাসনিম জারা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার এবং গুজবের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক ডা. তাসনিম জারা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমি কখনোই শিবির বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না।”

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, “আওয়ামী লীগ এবং একটি মহল আমাকে নিয়ে কতগুলো হাস্যকর মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।”

তিনি উল্লেখ করেন, “উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমার চাচি বা চাচাতো বোন নয়, এটি একটি সম্পূর্ণ মিথ্যা তথ্য।”

ডা. তাসনিম জারা আরও জানান, “আমি পাইলস, যৌনরোগ, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট অনলাইনে বিক্রি করি না। আমার ছবি ব্যবহার করে মানুষ প্রতারণা করছে।”

বিশ্বখ্যাত স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. তাসনিম জারা নিজের অনলাইন প্ল্যাটফর্মে স্বাস্থ্য সচেতনতা এবং চিকিৎসা সংক্রান্ত নানা বিষয়ে তথ্য দিয়ে আলোচনায় আসেন। গত বছর জুলাই-অগাস্টে গণঅভ্যুত্থানের সময় তিনি আন্দোলনকারীদের জন্য ভার্চুয়ালি “আন্দোলনের সময় কেটে গেলে প্রাথমিক চিকিৎসা যেভাবে করবেন” শিরোনামে পরামর্শও দেন।

ডা. তাসনিম জারা যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক ও ‘সহায় হেলথ’ এর সহপ্রতিষ্ঠাতা। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা শেষে ডিসটিঙ্কশন নিয়ে ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট থেকে ডিআরসিওজি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কর্মরত আছেন।

ডা. তাসনিম জারা গত বছরের ডিসেম্বরে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করে রাজনীতিতে পা রাখেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে প্রতারণা-চাঁদাবাজি-ভূমি দস্যুতা ও শ্লীলতাহানীসহ ৮ মামলার আসামী যুবলীগ নেতা সিঙ্গার ফারুক গ্রেপ্তার

Verified by MonsterInsights

অপপ্রচার ও গুজব নিয়ে অবস্থান স্পষ্ট করে তাসনিম জারার স্ট্যাটাস

আপডেট সময় ০৪:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার এবং গুজবের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক ডা. তাসনিম জারা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমি কখনোই শিবির বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না।”

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, “আওয়ামী লীগ এবং একটি মহল আমাকে নিয়ে কতগুলো হাস্যকর মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।”

তিনি উল্লেখ করেন, “উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমার চাচি বা চাচাতো বোন নয়, এটি একটি সম্পূর্ণ মিথ্যা তথ্য।”

ডা. তাসনিম জারা আরও জানান, “আমি পাইলস, যৌনরোগ, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট অনলাইনে বিক্রি করি না। আমার ছবি ব্যবহার করে মানুষ প্রতারণা করছে।”

বিশ্বখ্যাত স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. তাসনিম জারা নিজের অনলাইন প্ল্যাটফর্মে স্বাস্থ্য সচেতনতা এবং চিকিৎসা সংক্রান্ত নানা বিষয়ে তথ্য দিয়ে আলোচনায় আসেন। গত বছর জুলাই-অগাস্টে গণঅভ্যুত্থানের সময় তিনি আন্দোলনকারীদের জন্য ভার্চুয়ালি “আন্দোলনের সময় কেটে গেলে প্রাথমিক চিকিৎসা যেভাবে করবেন” শিরোনামে পরামর্শও দেন।

ডা. তাসনিম জারা যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক ও ‘সহায় হেলথ’ এর সহপ্রতিষ্ঠাতা। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা শেষে ডিসটিঙ্কশন নিয়ে ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট থেকে ডিআরসিওজি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কর্মরত আছেন।

ডা. তাসনিম জারা গত বছরের ডিসেম্বরে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করে রাজনীতিতে পা রাখেন।