সিলেট এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেয়।
ফেসবুক পোস্টে সংগঠনটি জানায়, সিলেট এমসি কলেজের শিক্ষার্থীদের ওপর শিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। রাত ৮টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করা হবে।
এমসি কলেজের সূত্রে জানা গেছে, কুয়েটের সংঘর্ষের ঘটনায় প্রকাশিত একটি নিউজে কমেন্ট করেছিলেন সিলেট এমসি কলেজ ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ। সেই ঘটনায় তার ওপর হামলা করা হয়। হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচি ঘোষণা করেছে।