রাজশাহীর সারদা একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৬ সহকারী পুলিশ সুপারকে (শিক্ষানবিশ) চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
অপসারিত ছয় কর্মকর্তার নাম হল মো. আশরাফউজ্জামান, মানস কীর্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করীম ও সঞ্জীব দেব। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তাদের চাকরি বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর ধারা ৬(২)(এ) অনুযায়ী অপসারণ করা হয়েছে।
এ ছাড়া প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, “যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।” এ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে, প্রশিক্ষণ শুরুর পর থেকেই এসব কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছিল।
এটি ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের জন্য একটি বড় ধাক্কা। গত বছর ১৯ নভেম্বর এই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এক অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল। এর আগে গত ২১ অক্টোবর ও ৪ নভেম্বর একই ব্যাচের আরও ৩১৩ প্রশিক্ষণার্থীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত করা হয়েছিল।
এ প্রসঙ্গে, পুলিশ একাডেমি কর্তৃপক্ষ জানায়, প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা ভঙ্গের কারণে বরখাস্তের ঘটনাগুলি নিরাপত্তা এবং পুলিশ বাহিনীর ইমেজ সুরক্ষায় নেওয়া প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে করা হয়েছে।
এ ঘটনায় এই ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের ওপর নতুন করে প্রশ্ন উঠতে পারে এবং সামগ্রিক পুলিশ বাহিনীর শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আরও সতর্কতার প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।