বাংলাদেশের রাজনীতিতে নতুন দল গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে, যা ছাত্র-তরুণদের নেতৃত্বে পরিচালিত হবে। নতুন দলের কাঠামো বা নাম এখনও প্রকাশ না পেলেও, এই দলের কার্যক্রম কেমন হবে এবং জনগণ কী ধরনের দল দেখতে চান, সে বিষয়ে মতামত চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে জনগণের কাছ থেকে মতামত আহ্বান করেছেন।
পোস্টে তিনি লিখেছেন, “ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে! আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই। কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।”