শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই পেট্রোল পাম্প ও ফসলী জমির টপ সয়েল কাটার দায়ে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার (৫ ফ্রেবুয়ারি) সকালে ওজনে কারচুপির দায়ে যমুনা পেট্রোল পাম্পকে ১০ হাজার, নাহার পেট্রোল পাম্পকে ৫ হাজার ও ফসলি জমির টপ সয়েল কেটে নিয়ে যাবার সময় মাটি জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ। শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।