তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও ৫টি জেলার মধ্যে দিয়ে প্রবাহিত তিস্তা নদী খনন, ভাঙ্গন রোধ করে মানুষের দুর্ভোগ লাঘবের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে সকালে জেলার মিশন মোড় এলাকার হামার বাড়ি হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমিটির প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘন্টাব্যাপী তিস্তাপাড়ে লাগাতার অবস্থান ধর্মঘট ও বিভিন্ন কর্মসূচির কথা জানান ও মিডিয়ার সহায়তা কামনা করেন।
এ সময় তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগ উপস্থিত ছিলেন।