বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরটি মোটেও সুখকর ছিল না, তারা সিরিজ হারলেও আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এসেছে সুখবর। সদ্য প্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে টাইগ্রেসদের স্পিনার নাহিদা আক্তার শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। এর ফলে বাংলাদেশ নারী ক্রিকেট দলের মধ্যে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে, যদিও সিরিজে ফলাফল প্রত্যাশামতো হয়নি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার, যার পুরস্কার হিসেবে এক ধাপ এগিয়ে আইসিসির সেরা দশে প্রবেশ করেছেন তিনি। তার পাশাপাশি, তরুণ লেগস্পিনার রাবেয়া আইসিসি র্যাঙ্কিংয়ে ৮ ধাপ লাফিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন। ফাহিমা খাতুন ও মারুফা আক্তারও তাদের অবস্থানে উন্নতি করেছেন, যা দলের জন্য একটি উৎসাহব্যঞ্জক খবর।
ব্যাটিং বিভাগেও টাইগ্রেসদের পারফরম্যান্সে কিছু পরিবর্তন এসেছে। অধিনায়ক নিগার সুলতানা ৪ ধাপ এগিয়ে ৩২তম স্থানে পৌঁছেছেন। শারমিন আক্তারও ৩৯তম স্থানে উন্নতি করেছেন। তবে, বাংলাদেশ নারী দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক দুই ধাপ পিছিয়ে ২১তম স্থানে চলে গেছেন।
এই সাফল্য শুধু বাংলাদেশের জন্য নয়, ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটারদের জন্যও একটি ভাল খবর। বোলারদের মধ্যে আফি ফ্লেচার ৫ ধাপ এগিয়ে ২৩তম স্থানে পৌঁছেছেন এবং ক্যারিশমীয় বোলার কারিশমা রামহারাক ১০ ধাপ লাফিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন। ব্যাটিংয়ে অলরাউন্ডার ডিয়েন্দ্রা ডটিন তিন ধাপ এগিয়ে ৩৫তম স্থানে পৌঁছেছেন।
অবশ্য, যদিও বাংলাদেশ নারী ক্রিকেট দল কিছুটা ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছিল, আইসিসি র্যাঙ্কিংয়ে এই ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতি দলকে আত্মবিশ্বাস দিতে সহায়তা করবে। টাইগ্রেসরা আগামী সিরিজগুলোতে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়।