কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে পাঁচার করার সময় ৫টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাবাগিশ সীমান্তে স্বর্ণগুলো আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৬৭ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি ।
গংগারহাট বিজিবির হাবিদলার আব্দুল মালেক জানান, বিদ্যাবাগিশ সীমান্তে আর্ন্তজাতিক ৯৩৭ নং মেইন পিলারের পাশ দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে প্রবেশ করানোর জন্য চোরাকারবারীরা প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা ওই সীমান্তে ওঁৎ পেতে থাকে। এমন সময় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সহিদুল ইসলাম (৫২) নামের এক স্বর্ণ চোরাকারবারী মোটরসাইকেল যোগে ওই সীমান্ত পৌঁছালে তার মোটর সাইকেল আটক করে বিজিবি।
এসময় মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় চেষ্টা করলে বিজিবি তাকে আটক করে। শরীর তল্লাশী করে অন্তর্বাসের পকেটে কসটেপ দিয়ে মোড়ানো দুইটি স্বর্ণের প্যাকেট উদ্ধার করা হয়। সেখানে ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬৬ লাখ ৭৭ হাজার ৪০৩ টাকা।
আটক স্বর্ণ পার্চারকারীর বাড়ী ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামে। তার বাবার নাম মৃত সফর উদ্দিন।
লালমনিহাট ১৫ বিজিবির অধীনে কাশিপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি লালমনিহাট ব্যাটালিয়েনে রয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে ফুলবাড়ী থানায় র্সোপদ করা হবে।
এই মাত্র পাওয়াঃ
ফুলবাড়ী সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ এক যুবক আটক
- কুড়িগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় ০৮:০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- ১৫৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ