বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় তথ্যভান্ডার বা সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ৭২টি মামলা রেকর্ড করা হয়েছে।
এসব মামলার তথ্য পাওয়া গেছে ৫ আগস্ট থেকে শুরু হওয়া গত পাঁচ মাসের মধ্যে, যখন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে বিভিন্ন থানায় শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সিডিএমএসের বাইরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তাধীন বেশ কিছু মামলা এবং অভিযোগ রয়েছে। শেখ হাসিনার ছেলে, সাবেক প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানার নামেও মামলা রয়েছে।
সিডিএমএসে সংরক্ষিত তথ্য অনুযায়ী, শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় ৭২টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ৫টি মামলা তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে রয়েছে। এসব মামলায় হত্যাচেষ্টা, হত্যা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, এসব মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিডিএমএসের মাধ্যমে পুলিশের বিভিন্ন ইউনিট মামলার এজাহার, অভিযোগপত্র, গ্রেপ্তারি পরোয়ানা এবং অন্যান্য অপরাধ সম্পর্কিত তথ্য সহজেই পাওয়া যায়।
শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলা ১৩ আগস্ট মোহাম্মদপুর থানায় দায়ের হয়। এরপর দেশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা ও হত্যার অভিযোগে আরও বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। তবে, সিডিএমএসে সংরক্ষিত তথ্যের চেয়ে প্রকৃত মামলা সংখ্যা কিছুটা বেশি হতে পারে, কারণ দুদকসহ অন্যান্য সংস্থাগুলোর মামলা এখনও সিডিএমএসে অন্তর্ভুক্ত করা হয়নি।