বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের শহীদি মসজিদের থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে নেতাকর্মীরা ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্লোগান দেয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে অসহায়দের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি হাতে নেয় সংগঠনটি।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা, ডক্টর জহির সাদাত, খালেদ হাসান জুম্মন, আবু নাসের মোহাম্মদ নঈম, মাহফুজুল হক মাসুম, মুস্তাকিম বিল্লাহ, মাহফুজুর রহমান, জুনায়েদ সাকী প্রমুখ।