রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাওনকে আটক করার পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে, অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে বৃহস্পতিবার বিকেলে আগুন ধরিয়ে দিয়েছে ছাত্র-জনতা। জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবা মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শাওনের বাবা মোহাম্মদ আলী সাবেক আওয়ামী লীগ নেতা ছিলেন এবং জামালপুর-৫ আসনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার মা তহুরা আলী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। মেহের আফরোজ শাওনও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।