ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
শার্শায় স্বেচ্ছাসেবক দলের নেতার চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী মৌলভীবাজারে আনন্দ পাঠশালার ষষ্ঠ বর্ষপূর্তি ও প্রতিষ্ঠাতা আব্দুস সালাম তালুকদারের জন্মদিন উদযাপন সাগর হত্যা মামলায় ময়মনসিংহে জাসদ সভাপতি ও সাবেক কাউন্সিলর গ্রেফতার দিরাইয়ে সাংবাদিকের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় নীরব প্রশাসন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতারের পর আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে আটক ১ বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা কাগজপত্র দাখিল করলেন বদলগাছীর বীর মুক্তিযোদ্ধার দুই ভুয়া নাতি বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত কমিশন থেকে রিপোর্ট পাওয়ার পর সরকার রাজনৈতিক দলের সঙ্গে বসবে: উপদেষ্টা মাহফুজ নাগরপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেতো: ডিএমপি কমিশনার দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না: মির্জা ফখরুল

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯৮ জন। এই হামলার ফলে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৩৬ জনে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছেন।

এদিকে, গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। হামলায় নিহতদের মধ্যে প্রায় ১০ হাজার মানুষ পাথরের নিচে আটকে আছেন, যাদের উদ্ধারের সম্ভাবনা নেই। আহতের সংখ্যা এক লাখ আট হাজার ৩৮ জন পৌঁছেছে।

ইসরায়েলি হামলার কারণে গাজায় অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজায় ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে, যা মিশরের ১১টি গ্রেট পিরামিডের সমান। এসব ধ্বংসস্তূপ সরাতে অন্তত ১৫ বছর সময় লাগবে এবং ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে।

ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুযায়ী, গাজায় ১ লাখ ৩৭ হাজার ২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে এক-চতুর্থাংশ পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত ভবন থেকে তৈরি হওয়া ধ্বংসস্তূপ সরানোর জন্য ২৫০ থেকে ৫০০ হেক্টর জমির প্রয়োজন হবে।

গাজাভিত্তিক জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, গাজার অবকাঠামোগত ক্ষতি ‘পাগলামির’ পর্যায়ে পৌঁছেছে। তিনি আরও বলেন, “এ অঞ্চলের ভৌগোলিক চিত্র এখন পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে, দুই হাজার পাউন্ডের বোমাগুলো এই অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে।”

ফিলিস্তিনের গাজা অঞ্চল দীর্ঘদিন ধরেই ইসরায়েলের অবরোধের আওতায় রয়েছে, এবং গত এক বছর ধরে অব্যাহত হামলা এবং ধ্বংসের ফলে এখানে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শার্শায় স্বেচ্ছাসেবক দলের নেতার চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ১২:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯৮ জন। এই হামলার ফলে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৩৬ জনে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছেন।

এদিকে, গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। হামলায় নিহতদের মধ্যে প্রায় ১০ হাজার মানুষ পাথরের নিচে আটকে আছেন, যাদের উদ্ধারের সম্ভাবনা নেই। আহতের সংখ্যা এক লাখ আট হাজার ৩৮ জন পৌঁছেছে।

ইসরায়েলি হামলার কারণে গাজায় অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজায় ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে, যা মিশরের ১১টি গ্রেট পিরামিডের সমান। এসব ধ্বংসস্তূপ সরাতে অন্তত ১৫ বছর সময় লাগবে এবং ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে।

ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুযায়ী, গাজায় ১ লাখ ৩৭ হাজার ২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে এক-চতুর্থাংশ পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত ভবন থেকে তৈরি হওয়া ধ্বংসস্তূপ সরানোর জন্য ২৫০ থেকে ৫০০ হেক্টর জমির প্রয়োজন হবে।

গাজাভিত্তিক জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, গাজার অবকাঠামোগত ক্ষতি ‘পাগলামির’ পর্যায়ে পৌঁছেছে। তিনি আরও বলেন, “এ অঞ্চলের ভৌগোলিক চিত্র এখন পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে, দুই হাজার পাউন্ডের বোমাগুলো এই অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে।”

ফিলিস্তিনের গাজা অঞ্চল দীর্ঘদিন ধরেই ইসরায়েলের অবরোধের আওতায় রয়েছে, এবং গত এক বছর ধরে অব্যাহত হামলা এবং ধ্বংসের ফলে এখানে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে।