ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
টাইম সাময়িকীর উদীয়মান ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম রাষ্ট্র সংস্কার: ৬ কমিশনের ৫টির পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ এইউবির অধ্যাপক থেকে সোমালিয়ার দারুসসালাম ইউনিভার্সিটির উপাচার্য; সংবর্ধনা পেলেন ড. আসিফ মিজান অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিল জেলা প্রশাসন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ শ্রীপুরে পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা করে পালিয়েছে নরসুন্দর গাজীপুরে আজও ৮ পোশাক কারখানা বন্ধ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মার্কিন নাগরিক নিহত বিদ্যুৎ-জ্বালানি খাতের দুর্নীতির তথ্য জানানো যাবে ই-মেইলের মাধ্যমে
সংবাদ শিরোনামঃ
তাকসিম সিন্ডিকেটের সুবিধাভোগীরা এখনো বহাল তবিয়তে শ্রীমঙ্গলে ইউপি সদস্যের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল আত্মসাতের অভিযোগ পাবনায় সাবেক ২ মেয়র ও কাউন্সিলরসহ ১৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার মেয়র আতিকের এপিএস ফরিদের দুর্নীতির শত শত কোটি টাকা তার মালিকানা নগদ ডিস্ট্রিবিউশন এফ আর ট্রেড ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু অপহরণের জন্যই ঢাকায় আসে চক্রটি, দাবি করে ১০ লাখ টাকা চালু না হতেই বন্ধ ঠাকুরগাঁও চিনিকলের আখমাড়াই

সাজেক ছাড়লেন আটকা পড়া ১৪০০ পর্যটক

সেনা সহায়তায় সাজেক ছাড়ছেন আতকে পরা পর্যটকরা।

সাজেক ভ্যালিতে অবরোধের কারণে আটকে পড়া প্রায় ১ হাজার ৪০০ পর্যটক অবশেষে নিরাপদে ঘরে ফিরছেন। পাহাড়ি অঞ্চলে সহিংস ঘটনার প্রতিবাদে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে তারা আটকা পড়েন।

অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় পর্যটনকেন্দ্র সাজেকে খাদ্য, পানি ও বিদ্যুতের সংকট দেখা দেয়। তবে মঙ্গলবার অবরোধ শেষ হলে আটকা পড়া পর্যটকরা সাজেক ছাড়তে শুরু করেন।

সেনাবাহিনীর সহায়তায় এর আগে অন্তত ৩৫ জন পর্যটককে হেলিকপ্টারে করে ঢাকায় পৌঁছানো হয়। রোববার বিকেল এবং সোমবার সকালে সেনাবাহিনীর ৭টি হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে সাজেক থেকে সরিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর ) সকালে সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে সাজেক থেকে পর্যটকদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। ১১২টি পিকআপ, জীপ, ২৩টি সিএনজি এবং শতাধিক মোটরসাইকেলে করে পর্যটকরা সাজেক ছাড়েন।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেববর্মন জানিয়েছেন, ‘আটকে থাকা পর্যটকদের নিরাপদে ফিরতে সহায়তা করা হয়েছে এবং তাদের অনেককেই ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে সম্পূর্ণ মওকুফও করা হয়েছে।’


টানা ৩ দিন অবরোধের কারণে সাজেকের পরিস্থিতি দ্রুতই জটিল হয়ে ওঠে। বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি পানির সংকটও তৈরি হয়। সাজেকের রিসোর্ট ও কটেজগুলোর বিদ্যুৎ জেনারেটর বন্ধ থাকায় গরমে অনেক পর্যটক অসুস্থ হয়ে পড়েন। বিদ্যুৎ ও পানির পাশাপাশি খাদ্যেরও সংকট দেখা দেয়। কারণ সাজেকের খাবারের মজুদ সীমিত এবং দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে বাঘাইহাট বাজার থেকে খাবার সরবরাহ করা সম্ভব হয়নি।

সাজেক অবকাশ ইকো কটেজের ম্যানেজার নাজমুল ইসলাম বলেন, ‘সংকটকালীন সময়ে পর্যটকদের জন্য পর্যাপ্ত খাবার বা পানির সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি, ফলে অনেক রেস্তোরাঁ বন্ধ করে দিতে হয়।’

তিনি আরও জানান, ‘সাধারণত অগ্রিম খাবারের মজুদ রাখা হয় না। কারণ প্রতিদিনের প্রয়োজনীয় সরবরাহ বাঘাইহাট বাজার থেকে আসে।’

অবরোধ চলাকালীন সময়ে নারী, শিশু, এবং চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণির মানুষ সাজেকে আটকা পড়েন। অনেকেই ছুটি শেষে কর্মস্থলে ফিরতে পারেননি। অবরোধের কারণে সব ধরনের যোগাযোগ বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে প্রশাসনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পর্যটকরা আশ্বস্ত হন অবরোধ শেষে তারা নিরাপদে ফিরতে পারবেন।

মঙ্গলবার অবরোধ শেষ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে পর্যটকরা অবশেষে তাদের গন্তব্যে ফিরে যেতে শুরু করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টাইম সাময়িকীর উদীয়মান ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ ইসলাম

সাজেক ছাড়লেন আটকা পড়া ১৪০০ পর্যটক

আপডেট সময় ০৭:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

সাজেক ভ্যালিতে অবরোধের কারণে আটকে পড়া প্রায় ১ হাজার ৪০০ পর্যটক অবশেষে নিরাপদে ঘরে ফিরছেন। পাহাড়ি অঞ্চলে সহিংস ঘটনার প্রতিবাদে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে তারা আটকা পড়েন।

অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় পর্যটনকেন্দ্র সাজেকে খাদ্য, পানি ও বিদ্যুতের সংকট দেখা দেয়। তবে মঙ্গলবার অবরোধ শেষ হলে আটকা পড়া পর্যটকরা সাজেক ছাড়তে শুরু করেন।

সেনাবাহিনীর সহায়তায় এর আগে অন্তত ৩৫ জন পর্যটককে হেলিকপ্টারে করে ঢাকায় পৌঁছানো হয়। রোববার বিকেল এবং সোমবার সকালে সেনাবাহিনীর ৭টি হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে সাজেক থেকে সরিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর ) সকালে সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে সাজেক থেকে পর্যটকদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। ১১২টি পিকআপ, জীপ, ২৩টি সিএনজি এবং শতাধিক মোটরসাইকেলে করে পর্যটকরা সাজেক ছাড়েন।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেববর্মন জানিয়েছেন, ‘আটকে থাকা পর্যটকদের নিরাপদে ফিরতে সহায়তা করা হয়েছে এবং তাদের অনেককেই ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে সম্পূর্ণ মওকুফও করা হয়েছে।’


টানা ৩ দিন অবরোধের কারণে সাজেকের পরিস্থিতি দ্রুতই জটিল হয়ে ওঠে। বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি পানির সংকটও তৈরি হয়। সাজেকের রিসোর্ট ও কটেজগুলোর বিদ্যুৎ জেনারেটর বন্ধ থাকায় গরমে অনেক পর্যটক অসুস্থ হয়ে পড়েন। বিদ্যুৎ ও পানির পাশাপাশি খাদ্যেরও সংকট দেখা দেয়। কারণ সাজেকের খাবারের মজুদ সীমিত এবং দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে বাঘাইহাট বাজার থেকে খাবার সরবরাহ করা সম্ভব হয়নি।

সাজেক অবকাশ ইকো কটেজের ম্যানেজার নাজমুল ইসলাম বলেন, ‘সংকটকালীন সময়ে পর্যটকদের জন্য পর্যাপ্ত খাবার বা পানির সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি, ফলে অনেক রেস্তোরাঁ বন্ধ করে দিতে হয়।’

তিনি আরও জানান, ‘সাধারণত অগ্রিম খাবারের মজুদ রাখা হয় না। কারণ প্রতিদিনের প্রয়োজনীয় সরবরাহ বাঘাইহাট বাজার থেকে আসে।’

অবরোধ চলাকালীন সময়ে নারী, শিশু, এবং চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণির মানুষ সাজেকে আটকা পড়েন। অনেকেই ছুটি শেষে কর্মস্থলে ফিরতে পারেননি। অবরোধের কারণে সব ধরনের যোগাযোগ বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে প্রশাসনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পর্যটকরা আশ্বস্ত হন অবরোধ শেষে তারা নিরাপদে ফিরতে পারবেন।

মঙ্গলবার অবরোধ শেষ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে পর্যটকরা অবশেষে তাদের গন্তব্যে ফিরে যেতে শুরু করেন।