রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, কয়েকটি কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে এবং ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যানের অভাব ছিল, যা উদ্ধারকাজে বিপত্তি সৃষ্টি করেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে তিন ঘণ্টা সময় লেগেছে।
তিনি বলেন, “আমাদের সক্ষমতার পুরোপুরি কাজে লাগানো যায়নি। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় এবং সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের কার্যক্রমে বাধা সৃষ্টি হয়েছে।”
এছাড়া, তিনি জানিয়ে দেন, ভবনটির মধ্যে প্লাস্টিক, লেদারসহ দাহ্য বস্তু ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে প্রধান ভূমিকা পালন করেছে। তবে, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরও জানান, ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান ছিল না এবং এর আগে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল। আগুন ভবনের ৫, ৬ ও ৭ তলায় ছড়িয়ে পড়ে, যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বাড়তি সময় লেগেছে।
এ ঘটনাটি নতুন করে ট্যানারি বা শিল্প ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং ফায়ার সেফটি প্ল্যানের গুরুত্বকে আবারও সামনে এনেছে। আগুন লাগার পর ব্যাপক ক্ষতি হতে পারত, তবে দ্রুত ব্যবস্থা গ্রহণের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।