পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মার্চ) মথুরাপুর খেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাসাদুল ইসলাম হীরা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, গুনাইগাছা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, মুলগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতালিব, উপজেলা জাসাস এর আহ্বায়ক আলী আহাম্মেদ, সদস্য সচিব সিদ্দিক মিলন, পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফ, ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।
বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহবান জানান। একইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে পরীক্ষিত ত্যাগী বিএনপি নেতা হাসাদুল ইসলাম হীরাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
ইফতার মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন মুফতী মামুনুর রশিদ নুরী।