দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চৌঠা সীমান্ত থেকে ১০৮৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১ কেজি ভারতীয় জিরাসহ ১ জন আসামিকে আটক করেছে বিজিবি।
শনিবার (১৫ মার্চ) আনুমানিক ৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে চৌঠা বিওপির টহল কমান্ডার (নম্বর- ৫৩২৮০) হাবিলদার মো. শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২৯৬/২-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌঠা গ্রামের লিচু বাগানের মধ্য হতে ১০,৮৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১ কেজি ভারতীয় জিরাসহ মো. নুর আলম শাহীন (৩৫), পিতা- মৃত ছলিম উদ্দিন, গ্রাম-বাকুন্ডা, ডাকঘর-দেশমা, থানা- বিরামপুর ও জেলা-দিনাজপুর’কে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সিজার মূল্য ১৬,৩৩,৫০০/- টাকা।
জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ ধৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক মালামালসহ দিনাজপুর জেলার বিরামপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।