বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাবনায় গরীব ও অসহায় ৬ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে পাবনা পৌর শহরের পানির ট্যাংক এলাকার পুকুরপাড়ে এই শীতবস্ত্র বিতরণ করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান।
তারেক রহমানের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে জানিয়ে ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, ‘অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে শুধু বিএনপি নয়, সমাজের বিত্তশালীদেরও শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।’
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম আহমেদ, পৌর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির ইসলাম ছোট, জেলা কৃষকদলের সদস্য আমিনুল ইসলাম, সাবেক কাউন্সিলর শরিফুজ্জামান মুন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী বনি, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, সহ-সাংগঠনিক নাদিম হায়দার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মীর রকিবুল ইসলাম কমল প্রমুখ।