পাবনার ভাঙ্গুড়ায় সড়ক সংস্কারে নিম্নমানের ইট ব্যবহার করায় কাজ বন্ধ করে দিয়ে ঠিকাদারের পরিবহন ট্রাক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায় ২০২৪-২৫ অর্থবছরে উপজেলা মোড় থেকে চরভাঙ্গুড়া নদীঘাট পর্যন্ত প্রায় ৮৫ লাখ টাকা ব্যায়ে ১৩৬৫ মিটার রাস্তা সংস্কারের দরপত্র আহবান করে উপজেলা প্রকৌশল অফিস। এর মধ্যে ১১৪ মিটার সড়ক আরসিসি হওয়ার কথা যার প্রস্থ হবে ১৮ ফুট। অবশিষ্ট সড়ক ১০ ফুট প্রশস্ত বিটুমিন কার্পেটিং যুক্ত হওয়ার কথা। কাজটি পাবনার ঠিকাদারি প্রতিষ্ঠান সাব্বির হাসান ট্রেডার্স পেলেও তারা বিক্রি করে দেয় আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান আয়মান ট্রেডার্স এর কাছে কাছে।
গত সপ্তাহে কাজ শুরু হয় এবং গ্রামবাসী অনিয়মের অভিযোগ তোলে। এরপরেও বৃহস্পতিবার তিন ট্রাক নিম্নমানের ইট রাস্তায় ফেলে ঠিকাদারি প্রতিষ্ঠান আয়মান ট্রেডার্স। এ সময় স্থানীয় লোকজন সেই নিম্নমানের ইট সরিয়ে নিতে বললেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ইট বিছাতে থাকে। এরপর উত্তেজিত জনতা ইট বহনকারী ট্রাকটি ভাঙচুর করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ১০ থেকে ১৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং কাজের জন্য পাবনা শহর থেকে যে ইটগুলো এনে রাখা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের এবং দেখতে অনেকটা পোড়ামাটির মত।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক জানান, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার প্রতিবাদ করলেও ঠিকাদার অনেকটা জোর করে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে। যার ফলে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।
আয়মান ট্রেডার্সের প্রতিনিধি সজীব জানান, ইটভাটা থেকে নিম্নমানের ইট সরবরাহ করায় তারা বিপাকে পড়েছেন এবং দুই ট্রাক ইট ফেরত পাঠিয়েছেন।
উপজেলা প্রকৌশলী আফরোজা পারভীন জানান, তিনি অভিযোগ শুনেছেন এবং অভিযোগের সত্যতা পেয়েছেন । তিনি ভালো মানের ইট ব্যবহার ব্যতীত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে জানান।