ফেব্রুয়ারি মাসটি ভালোবাসার মাস হিসেবে পরিচিত, কারণ এ মাসে রয়েছে বেশ কিছু বিশেষ দিবস। আজ রোববার (০৯ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে চকলেট ডে, একটি বিশেষ দিন যখন প্রিয়জনকে চকলেট দিয়ে ভালোবাসা প্রকাশ করা হয়।
ভ্যালেন্টাইন উইকের প্রথমদিন থেকেই শুরু হয় বিশেষ দিবসগুলো। প্রথমে রোজ ডে, তারপর প্রোপোজ ডে এবং আজ রয়েছে চকলেট ডে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে চকলেট উপহার দিয়ে তাদের ভালোবাসা আরও মধুর করে তুলতে চান।
চকলেট সকলেই পছন্দ করে, তাই চকলেট ডে বিশেষত প্রেমিক-প্রেমিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এমনকি যারা সিঙ্গেল, তারাও নিজে চকলেট কিনে খেতে পারেন। কারণ চকলেট খাওয়ার জন্য কাপল হওয়ার প্রয়োজন নেই। গবেষণাও বলেছে যে, চকলেটের স্বাদ মনের কষ্ট দূর করতে সাহায্য করে এবং আনন্দের অনুভূতি বাড়ায়।
এদিকে, চকলেট ডে’র ইতিহাস সম্পর্কে জানা যায়, ১৯৫০ সালে জাপানে ভ্যালেন্টাইনস ডে’তে চকলেট উপহার দেওয়ার প্রথা শুরু হয়। মোরোজফ নামক এক চকলেট প্রস্তুতকারী কোম্পানির মাধ্যমে সেখানে কেবল প্রেমিকারা পুরুষদের চকলেট উপহার দিতে শুরু করেন।
ভ্যালেন্টাইন উইকে প্রতিদিন একটি করে বিশেষ দিবস পালন করা হয়। ৭ ফেব্রুয়ারি পালিত হয় রোজ ডে (Rose Day), ৮ ফেব্রুয়ারি প্রোপোজ ডে (Propose Day), ৯ ফেব্রুয়ারি চকলেট ডে (Chocolate Day), ১০ ফেব্রুয়ারি টেডি ডে (Teddy Day), ১১ ফেব্রুয়ারি প্রোমিস ডে (Promise Day), ১২ ফেব্রুয়ারি হাগ ডে (Hug Day), ১৩ ফেব্রুয়ারি কিস ডে (Kiss Day), এবং ১৪ ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইনস ডে।