মঙ্গলবার (৫ নভেম্বর ) বিকালে বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহম্মেদের সভাপতিত্বে এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত নাগরিক সমাবেশে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবার পাশাপাশি চুরি প্রতিরোধে কাজ করতে হবে। যে সকল চুরির ঘটনা ঘটেছে সেগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। যে সকল বাসা-বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো সচল রাখার জন্য বাড়ির মালিকদের জানাতে হবে।
উক্ত নাগরিক সমাবেশে বক্তরা বক্তব্যে বলেন, মাদক উদ্ধার জনিত মামলার তদন্তে অধিক গুরুত্ব দিতে হবে। তদন্ত প্রক্রিয়ার শুরুতে জব্দতালিকা থেকে শুরু করে অভিযোগপত্র দাখিল করা পর্যন্ত সকল কাজ আইন অনুযায়ী করতে হবে।
উক্ত নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মানিক সওদাগর, পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন, ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শামীমসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।