করোনাভাইরাসের পর পৃথিবী নতুন এক ভাইরাসের সংক্রমণ দেখতে পাচ্ছে, যা বর্তমানে উগান্ডার বুন্ডিবুগিও জেলায় আতঙ্ক সৃষ্টি করেছে। ভাইরাসটির নাম রাখা হয়েছে ‘ডিঙ্গা ডিঙ্গা’, যা আক্রান্তদের শরীরে অদ্ভুত ধরনের কাঁপুনি সৃষ্টি করে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, উগান্ডার বুন্ডিবুগিও জেলার প্রায় ৩০০ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশেষত নারী ও কিশোরীরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। ‘ডিঙ্গা ডিঙ্গা’ শব্দটি স্থানীয় ভাষায় কাঁপা বা নাচের মতো কাঁপানোর অর্থ বুঝায় এবং এই ভাইরাসের মূল লক্ষণ হল শরীরের অতিরিক্ত কাঁপুনি।
অতিরিক্ত কাঁপুনি ছাড়াও এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জ্বর, নাক বন্ধ হয়ে যাওয়া, সমস্ত শরীরে ব্যথা এবং মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। কিছু ক্ষেত্রে শ্বাসকষ্টও দেখা যায় এবং আক্রান্ত ব্যক্তির দুর্বলতা বৃদ্ধি পায়। ভয়াবহ পরিস্থিতিতে দেহ পক্ষাঘাতগ্রস্ত হতে পারে।
উগান্ডার বুন্ডিবুগিও জেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিয়িটা ক্রিস্টোফার জানিয়েছেন, বর্তমানে ডিঙ্গা ডিঙ্গা রোগের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, তবে ভেষজ ঔষধ এখনো কার্যকর প্রমাণিত হয়নি।
তিনি আরও জানান, এই রোগে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং রোগীরা সাধারণত এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠছেন।
ডা. কিয়িটা ক্রিস্টোফার সবাইকে অনুরোধ করেছেন, যদি কেউ এই রোগের লক্ষণ অনুভব করেন, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেবেন, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠা সম্ভব হয়।
এখনো ভাইরাসটির কারণ এবং এটি কীভাবে ছড়াচ্ছে তা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি, তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।