যশোরের শার্শা উপজেলার সীমান্ত নির্ধারণী ইছামতি নদীর তীরে জাহাঙ্গীর আলম (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম শার্শা উপজেলার বেনাপোল পোর্ট এলাকার কাগজপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে শার্শা উপজেলার পাচভুলট এলাকার মেইন পিলারের বাংলাদেশ সীমান্তের ১০০ গজ অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে তাদের খবর দেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন এবং পুলিশে হস্তান্তর করেন।
লেফটেন্যান্ট কর্ণেল খুরশীদ আনোয়ার আরও জানান, মরদেহটি পাঁচভুলট সীমান্তের শুন্য লাইন থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর তীরে পড়ে ছিল।
এ বিষয়ে শার্শা থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও বিজিবি বিষয়টির তদন্ত শুরু করেছে, তবে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড না অন্য কোনো ঘটনা তা এখনও স্পষ্ট নয়।