রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে উপপরিদর্শক (এসআই) হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ৩১১ জন প্রশিক্ষণার্থী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়ার পর হাইকোর্টে পুনর্বিবেচনার আবেদন করেছেন। তারা অভিযোগ করেছেন, তাদের বিরুদ্ধে তুচ্ছ কারণের ভিত্তিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এবং তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ বিষয়ে রুলসহ আদেশ দিয়েছেন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)কে নির্দেশ দিয়েছেন, অবিলম্বে আবেদনগুলো নিষ্পত্তি করতে।
৫ ডিসেম্বর পৃথক পাঁচটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল। এই পিটিশনগুলোর মধ্যে ৩১১ জন রিট আবেদনকারী ছিলেন যারা ৪০তম বিসিএস (পুলিশ) প্রবেশনারস ব্যাচের প্রশিক্ষণার্থী। তাদের অভিযোগ, প্রশিক্ষণকালীন সময়ে অযথা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের পক্ষে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হয়নি।
রিট আবেদনকারীদের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, আদালত রুলসহ ওই আদেশ দিয়েছেন, যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক ও সারদা একাডেমির অধ্যক্ষকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এদিকে, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা সুলতানা দিপ্তি শুনানি করেন। আদালত কর্তৃক দেয়া আদেশ অনুযায়ী, পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে, এই বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে।