ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রবীচন্দ্রন অশ্বিন লাপাতা লেডিস দিয়ে অস্কার জিতবে ভারত: আমির খান ম্যাডোনা ২০ বছর পর স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে নতুন গান নিয়ে ফিরছেন ইজতেমা ময়দানে সংঘর্ষে নিহতের ঘটনায় যা বললেন হাসনাত শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চাঁদপুরে বাবা ছেলের সম্পর্ক ছিন্ন করে নোটারি পাবলিকের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা হিজবুল্লাহ নয়, নিশ্চিহ্ন হবে ইসরায়েল: খামেনি এক যুগ পর দামেস্কে উড়ল ফ্রান্সের পতাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয় টঙ্গীতে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সংখ্যা বেড়ে ১৪৭ জন কুয়েতে তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রিতে নেমেছে

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান প্রশ্নে আপিলের শুনানি আজ

মুক্তিযুদ্ধের স্লোগান ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) পূর্ণাঙ্গ বেঞ্চে নির্ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ, নেতৃত্বে ছিলেন জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম, এ শুনানির দিন ধার্য করেন। এই বিষয়টি শুনানির জন্য রাষ্ট্রপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

শুনানির সময় জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম বলেন, “এ বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।” এরপরই ১০ ডিসেম্বর শুনানির দিন ঠিক করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে সুপ্রিম কোর্টের এক আইনজীবী ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করতে একটি রিট করেন। পরে হাইকোর্ট ২০২০ সালের ১০ মার্চ রায় দেন যে, ‘জয় বাংলা’ হবে বাংলাদেশের জাতীয় স্লোগান এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে এটি উচ্চারণের জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে এবং ২ ডিসেম্বর হাইকোর্টের রায়ের স্থগিত চেয়ে লিভ টু আপিলের আবেদন করে। আজকের শুনানিতে সেই আবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন রবীচন্দ্রন অশ্বিন

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান প্রশ্নে আপিলের শুনানি আজ

আপডেট সময় ১১:০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

মুক্তিযুদ্ধের স্লোগান ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) পূর্ণাঙ্গ বেঞ্চে নির্ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ, নেতৃত্বে ছিলেন জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম, এ শুনানির দিন ধার্য করেন। এই বিষয়টি শুনানির জন্য রাষ্ট্রপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

শুনানির সময় জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম বলেন, “এ বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।” এরপরই ১০ ডিসেম্বর শুনানির দিন ঠিক করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে সুপ্রিম কোর্টের এক আইনজীবী ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করতে একটি রিট করেন। পরে হাইকোর্ট ২০২০ সালের ১০ মার্চ রায় দেন যে, ‘জয় বাংলা’ হবে বাংলাদেশের জাতীয় স্লোগান এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে এটি উচ্চারণের জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে এবং ২ ডিসেম্বর হাইকোর্টের রায়ের স্থগিত চেয়ে লিভ টু আপিলের আবেদন করে। আজকের শুনানিতে সেই আবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।