রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবার জিতলেন ফিফা দ্য বেস্ট পুরস্কার, এক যুগ পর ব্রাজিলের নতুন ফুটবল তারকা হিসেবে এই সম্মান পেলেন তিনি।
২০২৩-২৪ মৌসুমে রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসিয়ুস গত মৌসুমে ৩৯ ম্যাচে ২৪ গোল এবং ১১টি অ্যাসিস্ট করার মাধ্যমে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় ভূমিকা রাখেন। তবে, এর আগেও কিছু ‘ফাঁস হওয়া’ নথির মাধ্যমে পুরস্কারের নাম উঠে এসেছিল এবং ভিনিসিয়ুসের পক্ষ থেকে অপেক্ষার পালা শেষ করে তিনি এবার ফিফা দ্য বেস্ট পুরস্কারের মুকুট অর্জন করেছেন।
গতবারের ব্যালন ডি’অর পুরস্কারের সময়ও একইভাবে ফাঁস হওয়া নথি সঠিক না হওয়ার পরে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এর আগের পরিকল্পনা বাতিল করে। কিন্তু এবার, ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ের মাধ্যমে ভিনিসিয়ুস নিশ্চয়ই ব্যালন ডি’অর হারানোর কষ্ট কিছুটা হলেও ভুলতে পেরেছেন।
ভিনিসিয়ুসের জন্য এটি একটি বিশেষ অর্জন, কারণ ২০০৭ সালে কাকার পর তিনি দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতলেন। ১৯৯১ সালে শুরু হওয়া এই পুরস্কার, এবার ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে তার হাতে উঠলো।