ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়ে বর্ণবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে বিতর্কে জড়িয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইসা গুহা। এই বিতর্কটি সামনে আসে অস্ট্রেলিয়ার বিপক্ষে গাব্বায় অনুষ্ঠিত বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে।
বুমরাহ প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করে ভারতের হয়ে দুইটি দ্রুত উইকেট শিকার করেন। তার এই পারফরম্যান্সের প্রশংসা করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি। ফক্স ক্রিকেটে ধারাভাষ্য দেওয়ার সময় লি বলেন, “বুমরাহ আজ পাঁচ ওভারে ২ উইকেট নিয়ে মাত্র ৪ রান খরচ করেছেন। এটাই নেতৃত্বের উদাহরণ।”
এরপরই ইসা গুহা মন্তব্য করেন, “বুমরাহ তো দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়। বলা যায়, ‘মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট’।” গুহার এই মন্তব্যের পর থেকেই সমালোচনার ঝড় ওঠে। ‘প্রাইমেট’ শব্দটি অনেকের কাছে ২০০৮ সালের ‘মাংকিগেট’ বিতর্কের স্মৃতি মনে করিয়ে দেয়, যেখানে ভারতীয় স্পিনার হরভজন সিং অ্যান্ড্রু সাইমন্ডসকে ‘বানর’ বলে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন। সেই ঘটনায় হরভজনকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল, যদিও পরে আইসিসির আপিলের পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
গুহার মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারী প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক ভারতীয় সমর্থক তার মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে বলেন। সামাজিক মাধ্যমে ভারতীয় ক্রিকেটভক্তরা গুহার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দ্রুত একটি ব্যাখ্যা এবং ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এদিকে, বুমরাহ তার দুর্দান্ত পারফরম্যান্সের ধারায় রূপায়িত হয়ে দ্বিতীয়বারের মতো সিরিজে পাঁচ উইকেট শিকার করেন। এই সিরিজে এখন পর্যন্ত তিনি সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন মাত্র ১২.১৭ গড়ে। তার ক্যারিয়ারের মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১৯০-এ, গড় ১৯.৮২।