আজ সোমবার (১৬ ডিসেম্বর), মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
ভোর সাড়ে ৬টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
বিজয় দিবসের এ বিশেষ দিনে রাষ্ট্রপতি বলেন, “আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে এক স্বর্ণালী দিন। ৫৪ বছর আগে এই দিনে আমাদের স্বাধীনতা নিশ্চিত হয়েছিল। লাখো শহীদের রক্তে রাঙানো এই ভূমিতে আমরা আজ স্বাধীন জাতি হিসেবে দাঁড়িয়ে আছি।”
স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনে গেল এক মাস ধরে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। সড়কের পাশে রঙিন গাছ এবং বিভিন্ন প্রকারের ফুলের গাছ রোপণ করা হয়েছে, যা পুরো স্মৃতিসৌধের পরিবেশকে আরো মনোরম করে তুলেছে। ছোট-বড় গাছগুলোর পরিচর্যা করা হয়েছে যাতে এগুলো পরিপাটি এবং সুসজ্জিত দেখায়।
এদিকে, বিজয় দিবস উপলক্ষে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ১০টাকার একটি স্মারক ডাকটিকিট, ১০টাকার উদ্বোধনী খাম ও ৫টাকার ডাটাকার্ড অবমুক্ত করেছেন। এই স্মারক উপকরণগুলি স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে উন্মুক্ত করা হয়েছে।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গভবন, বিভিন্ন জনসমাবেশ, অনুষ্ঠান, এবং সাংস্কৃতিক কার্যক্রমে সুরক্ষা নিশ্চিত করতে র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সারাদেশে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে।