ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়াঃ
সাংবাদিক নুরুল কবির ও প্রফেসর আসিফ মিজানের সৌজন্য সাক্ষাৎ মৌলভীবাজারের টেন্ডার নিয়ন্ত্রণ, কাজ না করে বিল উত্তোলন উপ-সহকারী প্রকৌশলীর কমলগঞ্জে ভারতীয় শাড়িসহ সিএনজি আটক দাকোপে ইঁদুর দমন অভিযানে আলোচনা সভা বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়ে গেল, মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা বাংলাদেশের নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের আগমন, হাথুরুসিংহের বিদায় নতুন আইপ্যাড মিনি বাজারে আনার ঘোষণা দিল অ্যাপল ৮ টি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ প্রধান বিচারপতির শেখ হাসিনার নাম সম্বলিত প্রতিষ্ঠানগুলো শহীদদের নামে করার দাবি করলেন জয়নুল আবদীন ফারুক
সংবাদ শিরোনামঃ
মৌলভীবাজারের টেন্ডার নিয়ন্ত্রণ, কাজ না করে বিল উত্তোলন উপ-সহকারী প্রকৌশলীর দুদকের জালে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অবশেষে দুর্নীতিপরায়ন স্থানীয় সরকার সচিব আবু হেনা মোর্শেদ জামান ওএসডি যশোরে পশুর হাটে চলছে লুটপাট, ইউএনও-র নামে মিথ্যা বিজ্ঞাপন তাকসিম সিন্ডিকেটের সুবিধাভোগীরা এখনো বহাল তবিয়তে শ্রীমঙ্গলে ইউপি সদস্যের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল আত্মসাতের অভিযোগ পাবনায় সাবেক ২ মেয়র ও কাউন্সিলরসহ ১৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার মেয়র আতিকের এপিএস ফরিদের দুর্নীতির শত শত কোটি টাকা তার মালিকানা নগদ ডিস্ট্রিবিউশন এফ আর ট্রেড ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে

মিঠাপুকুরে বিয়ের প্রলোভণে ধর্ষণ, চাপে পড়ে বিয়ের পর নববধূকে অমানবিক নির্যাতন

রংপুরের মিঠাপুকুরে এক তরুণীর সঙ্গে বিয়ের প্রলোভণে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠার পর ধর্ষণ মামলা থেকে বাঁচতে গ্রামবাসীর চাপে তরুণীকে বিয়ের পর অমানুষিক নির্যাতন করার অভিযোগ উঠেছে নয়ন নামে এক যুবক এবং তার পরিবারের বিরুদ্ধে। এমনকি শ্বশুর বাড়িতে উঠতে গিয়ে অন্তঃসত্ত্বা ওই নারীর পেটে আঘাত করায় তার অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে বলে জানা গিয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী জানান, তিন বছর পূর্বে মিঠাপুকুর উপজেলার ০৯ নং ময়েনপুর ইউনিয়নের শেকুরপাড়া গ্রামের রমজান আলীর পুত্র নয়ন মিয়া (২১) তার সঙ্গে বিয়ের প্রলোভণে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তুলে।

পরে ওই তরুণী প্রেমিক নয়নকে বিয়ের জন্য চাপ দিলে নয়ন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। ওই তরুণী পরে বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের লোকজন সহ স্থানীয়রা ওই তরুণীকে বিয়ে করতে নয়নকে চাপ দেয়। কিন্তু নয়ন এবং তার পরিবার বিষয়টি মেনে না নেওয়ায় এক পর্যায়ে ওই তরুণীর পরিবার মামলা করার সিদ্ধান্ত নেয়। পরে মামলা না করার শর্তে নয়ন ওই নারীকে বিয়ে করতে সম্মতি জানায়।

গত-১৮ জুলাই (৫,০০,০০০) পাঁচ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে নয়ন ওই তরুণীকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর নয়ন নববধূ স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে চলে আসেন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি তার স্বামী নয়ন মিয়াকে তাদের বাড়িতে নিয়ে যেতে বলেন। কিন্তু নয়ন নববধূকে তার নিজ বাড়িতে না নিয়ে গিয়ে যোগাযোগ বন্ধ করে দেন।

ঘটনার দিন বুধবার (৯ অক্টোবর) ওই নারী রাতে তার স্বামীর খোঁজে শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির লোকজন তাকে বাড়িতে উঠতে না দিয়ে জানায়, তাকে তালাক প্রদান করা হয়েছে। কিন্তু ওই নারী নিজেকে চারমাসের অন্তঃসত্ত্বা দাবি করায় স্বামী নয়ন মিয়া, রমজান আলী, হযরত আলী, রকিবুল ইসলামসহ কয়েকজন তাকে বেধড়ক মারপিট করেন।

একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ছোরা দিয়ে কোপাতে থাকেন। এতে ওই নারীর রক্তক্ষরণ শুরু হয় এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাঁকে মুমূর্ষু অবস্থায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নামপ্রকাশে অনিচ্ছুক নয়নের কয়েকজন প্রতিবেশী জানান, নয়ন অনলাইনে কাজ করে টাকা পয়সা উপার্জন করায় এই নিরিহ মেয়েটিকে প্রেমের জালে ফাসিয়ে তার জীবন নিয়ে ছেলেখেলা করেছে। অভিযুক্ত নয়নের বাবার দাবি, আমার ছেলে ওই মেয়েকে কোর্টে তালাক দিয়েছে। তারপরেও বাড়িতে আসায় পেটানো হয়েছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নুরুল কবির ও প্রফেসর আসিফ মিজানের সৌজন্য সাক্ষাৎ

মিঠাপুকুরে বিয়ের প্রলোভণে ধর্ষণ, চাপে পড়ে বিয়ের পর নববধূকে অমানবিক নির্যাতন

আপডেট সময় ০৮:৫৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

রংপুরের মিঠাপুকুরে এক তরুণীর সঙ্গে বিয়ের প্রলোভণে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠার পর ধর্ষণ মামলা থেকে বাঁচতে গ্রামবাসীর চাপে তরুণীকে বিয়ের পর অমানুষিক নির্যাতন করার অভিযোগ উঠেছে নয়ন নামে এক যুবক এবং তার পরিবারের বিরুদ্ধে। এমনকি শ্বশুর বাড়িতে উঠতে গিয়ে অন্তঃসত্ত্বা ওই নারীর পেটে আঘাত করায় তার অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে বলে জানা গিয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী জানান, তিন বছর পূর্বে মিঠাপুকুর উপজেলার ০৯ নং ময়েনপুর ইউনিয়নের শেকুরপাড়া গ্রামের রমজান আলীর পুত্র নয়ন মিয়া (২১) তার সঙ্গে বিয়ের প্রলোভণে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তুলে।

পরে ওই তরুণী প্রেমিক নয়নকে বিয়ের জন্য চাপ দিলে নয়ন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। ওই তরুণী পরে বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের লোকজন সহ স্থানীয়রা ওই তরুণীকে বিয়ে করতে নয়নকে চাপ দেয়। কিন্তু নয়ন এবং তার পরিবার বিষয়টি মেনে না নেওয়ায় এক পর্যায়ে ওই তরুণীর পরিবার মামলা করার সিদ্ধান্ত নেয়। পরে মামলা না করার শর্তে নয়ন ওই নারীকে বিয়ে করতে সম্মতি জানায়।

গত-১৮ জুলাই (৫,০০,০০০) পাঁচ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে নয়ন ওই তরুণীকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর নয়ন নববধূ স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে চলে আসেন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি তার স্বামী নয়ন মিয়াকে তাদের বাড়িতে নিয়ে যেতে বলেন। কিন্তু নয়ন নববধূকে তার নিজ বাড়িতে না নিয়ে গিয়ে যোগাযোগ বন্ধ করে দেন।

ঘটনার দিন বুধবার (৯ অক্টোবর) ওই নারী রাতে তার স্বামীর খোঁজে শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির লোকজন তাকে বাড়িতে উঠতে না দিয়ে জানায়, তাকে তালাক প্রদান করা হয়েছে। কিন্তু ওই নারী নিজেকে চারমাসের অন্তঃসত্ত্বা দাবি করায় স্বামী নয়ন মিয়া, রমজান আলী, হযরত আলী, রকিবুল ইসলামসহ কয়েকজন তাকে বেধড়ক মারপিট করেন।

একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ছোরা দিয়ে কোপাতে থাকেন। এতে ওই নারীর রক্তক্ষরণ শুরু হয় এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাঁকে মুমূর্ষু অবস্থায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নামপ্রকাশে অনিচ্ছুক নয়নের কয়েকজন প্রতিবেশী জানান, নয়ন অনলাইনে কাজ করে টাকা পয়সা উপার্জন করায় এই নিরিহ মেয়েটিকে প্রেমের জালে ফাসিয়ে তার জীবন নিয়ে ছেলেখেলা করেছে। অভিযুক্ত নয়নের বাবার দাবি, আমার ছেলে ওই মেয়েকে কোর্টে তালাক দিয়েছে। তারপরেও বাড়িতে আসায় পেটানো হয়েছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।