বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার উদ্যোগে শহরের ডালমিল থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্তরে গিয়ে শেষ হয়।
ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি আহম্মদ ইব্রাহিম শামীমের নেতৃত্বে র্যালিতে ৫শতাধিক শিবিরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বলেন, জুলুম নির্যাতন করে শিবিরকে অতীতেও দমানো যায়নি, ভবিষ্যতেও দমানো যাবে না। এদেশে ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হলে ইসলামী ছাত্রশিবির তা রুখে দিবে।
উল্লেখ্য, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ৬ জন নিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।