ধরলা নদীর ডানতীরের ভাঙ্গন রোধের দাবিতে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের উপর এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বনগাম ধরলা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শূনীল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণশুনানিতে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়, উপবিভাগীয় প্রকৌশলী রিয়াদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক, পরিবেশ রক্ষা সংগঠনের সদস্যসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ গণশুনানিতে ধরলা নদী ভাঙ্গন কবলিত এলাকার ২ শতাধিক মানুষ অংশ নিয়ে নদী ভাঙ্গনের দুঃখ কষ্ট তুলে ধরেন এবং নদী ভাঙ্গন রোধ করে বসতভিটা, কৃষিজমিসহ বিভিন্ন সরকারি স্থাপনা রক্ষাসহ লালমনিরহাট সদর উপজেলাকে বন্যার হাত থেকে রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান।