কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত শাখা খুলে শিক্ষার্থী ভর্তির অভিযোগ উঠেছে। নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুল, হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল হাই স্কুল এবং আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ নিয়ম বহির্ভূতভাবে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত অতিরিক্ত শাখায় শিক্ষার্থী ভর্তি করছে বলে জানা গেছে।
নতুন প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকগণ এই বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেছেন এবং তা বন্ধ করতে আইনি নোটিশ পাঠিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। নতুন প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলো শিক্ষার্থী সংকটে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। দুর্নীতিগ্রস্ত কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের বিরুদ্ধে আর্থিক লোভে বেআইনিভাবে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির অভিযোগ উঠেছে।
জানা গেছে, নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলে অনুমোদিত দুইটি শাখার স্থলে ৫-৬টি শাখায় ভর্তি করা হচ্ছে। হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল হাই স্কুলে তিনটির বদলে ৭-৮টি শাখায় শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। একই চিত্র আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজেও দেখা যাচ্ছে।
২০২৪ সালের মাধ্যমিক ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রতিটি অনুমোদিত শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তির অনুমতি রয়েছে। অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি কঠোরভাবে নিষিদ্ধ।
জেলা শিক্ষা অফিসার জানান, “মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী অনুমোদিত আসনের বাইরে শিক্ষার্থী ভর্তির কোনো সুযোগ নেই।”
আইনি নোটিশ প্রদানকারী আবদুল মান্নান স্বপন বলেন, “বাজিতপুরে বেআইনি শাখা খোলার ঘটনা শিক্ষার পরিবেশ নষ্ট করছে। মানসম্পন্ন শিক্ষার জন্য নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি।”
শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।