আরটিভির জেলা প্রতিনিধি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিনে সম্মাননা পেলেন ঝালকাঠি জেলা প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম জলিল। এ সম্মেলনে সারাদেশের প্রতিনিধিদের মধ্যে বর্ষসেরাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন প্রতিনিধিকে সম্মাননা দেওয়া হয়। সারাদেশের মধ্যে ঝালকাঠিতে এ সম্মাননা বয়ে আনায় শুভাকাক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দন পেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম জলিল।
শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল কনফারেন্স হলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কনফারেন্সে সারাদেশ থেকে শতাধিক প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান আগত প্রতিনিধিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। গণমাধ্যমে স্থানীয় প্রতিনিধিদের গুরুত্ব ও করণীয় শীর্ষক আলোচনা করেন। এরপর বক্তব্য রাখেন আরটিভির বার্তা প্রধান ইলিয়াস হোসেন, উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান, ন্যাশনাল ডেস্কের ইনচার্জ সাইখুল ইসলাম উজ্জ্বল, ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্রধান কবির আহমেদ, মোবাইল জার্নালিজম বিভাগের প্রধান দেলোয়ার হোসেন, নির্বাহী বার্তা প্রযোজক বেলায়েত হোসেন প্রমুখ।
পরে ঝালকাঠি জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল এর হাতে সেরা প্রতিনিধি (স্ক্রিপ্ট) রানার আপ-২ সম্মাননা ক্রেস্ট তুলে দেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমানসহ কর্মকতারা।
সাংবাদিক জলিল সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘প্রিয় প্রতিষ্ঠান আরটিভি ও আমার সহকর্মীদের প্রতি ভালোবাসা, যারা আমাকে এ অর্জনে পৌঁছাতে সর্বোচ্চ সহযোগীতা করে পাশে রয়েছেন। আমার এই প্রাপ্তি উৎসর্গ করলাম আমার প্রিয় সকলকে।’
পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক পর্বের মাধমে জেলা প্রতিনিধিদের সম্মেলনের সমাপ্তি হয়।