বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে আপাতত অ্যাক্রিডিটেশন কার্ডের ব্যবহার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।
এ সিদ্ধান্তটি গত ২৬ ডিসেম্বর সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নেওয়া হয়েছে, যেখানে সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা আরও কঠোর করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, তাই সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়েছে।
এছাড়া, সরকার শিগগিরই বিদ্যমান অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর কাছ থেকে নতুন অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবেদন গ্রহণ করবে। এই সময়ের মধ্যে, সাংবাদিকরা যেকোনো ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছ থেকে নিয়মিত অস্থায়ী প্রবেশ পাস গ্রহণ করবেন।
তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান থাকার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা সাময়িক। অস্থায়ী পাসের ব্যবস্থা শিগগিরই করা হবে এবং এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হবে।
প্রেস উইং এর বক্তব্যে আরও জানানো হয় যে, কোনো সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি, কেবল সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে তার ব্যবহার সীমিত করা হয়েছে। সরকার আশা করছে, সাময়িক এই অসুবিধা সবার জন্য সহযোগিতামূলক হবে এবং এটি সাংবাদিকদের কাজ আরও সহজ করবে।